সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

বিকেএমইএর সাবেক সহ-সভাপতি আসলাম সানির বিরুদ্ধে গ্যাস চুরির মামলা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকেএমইএর সাবেক সহ-সভাপতি ব্যবসায়ী আসলাম সানির বিরুদ্ধে বুস্টার দিয়ে পোশাক কারখানায় গ্যাস চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে অবন্তী কালার টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

১০ কোটি ১২ লাখ টাকা বকেয়া পরিশোধ না করে বারবার গ্যাস চুরির অভিযোগে তার বিরুদ্ধে মঙ্গলবার সকালে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক লিটিগেশন ও পিআর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আসাদুজ্জামান পাঠান।

মামলায় উল্লেখ করা হয়, আসলাম সানির মালিকানাধীন ফতুল্লার শাসনগাঁ এলাকায় অবস্থিত মেসার্স অবন্তী কালার টেক্স কারখানায় তিতাস গ্যাস ১০ কোটি ১২লাখ টাকা বিল পাওনা থাকায় তাদের বৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।

এরপর কারখানার মালিক আসলাম সানি অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করতে থাকেন। বিষয়টি জানতে পেরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন। তারপর আবারও অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করতে থাকেন।

বিষয়টি জানতে পেরে ১০ মার্চ সকালে প্রযুক্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্মকর্তারা অভিযান চালিয়ে অবন্তী কালার টেক্স কারখানায় একটানা তিন দিন খোঁজাখুঁজি ও বিভিন্ন জায়গায় খনন করার পরে অবৈধ সংযোগের সন্ধান পায়। এ সময় ওই সংযোগ থেকে বিপুল পরিমাণের গ্যাস টেনে নেওয়ার অনেক বড় দুটি বুস্টার উদ্ধার করেন। এতে কর্মকর্তাদের দাবি বুস্টারের মাধ্যমে গ্যাস ব্যবহারে সরকারের প্রতিদিন ১০ থেকে ১২ লক্ষ টাকার গ্যাস রাজস্ব ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেন, বুস্টার হচ্ছে এমন একটা যন্ত্র যা গ্যাসের চাপ কম থাকলেও তা দিয়ে টেনে প্রয়োজনমতো গ্যাস ব্যবহার করা যায়। এতে আশপাশের গ্রাহকরা প্রয়োজন মতো গ্যাস পাবে না। এটা দুর্ধর্ষ চুরি বলা যায়। এ বিষয়ে অবন্তী কালার টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিকেএমইএর সভাপতি মুহাম্মদ হাতেম বলেন, যারা গ্যাস বিদ্যুৎ চুরি করবে তাদের পক্ষে আমাদের কোনো সমর্থন নেই। আমাদের ব্যবসায়ী সংগঠনের কাছে গ্যাস বিদ্যুৎ অথবা থানা পুলিশ সহযোগিতা চাইলে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..