সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অচলাবস্থার অবসান ; ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব 

মোঃ খোরশেদ আলম, / ৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায় ও সিনিয়র শিক্ষক রবীন্দ্রনাথ দে কে বদলি করা হয়েছে। একই সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব। ১৬ মার্চ বুধবার বদলি এবং দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে উপজেলা সদরের ঐতিহ্যবাহী সরকারি এ বিদ্যালয়ের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হলো বলে মনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য ভৈরবী রাণী রায় ২০২৪ সালের ৭ মে অত্র বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। শুরু থেকে বিদ্যালয়ে অনিয়মিত এবং দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে এ শিক্ষকের বিরুদ্ধে। জুলাই আন্দোলন পরবর্তী বিভিন্ন সময়ে শিক্ষক ভৈরবী রাণী রায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় শিক্ষার্থী ও অভিভাবক রা। তারা আন্দোলনের মাধ্যমে ভৈরবী রাণী রায়ের অপসারণ ও পদত্যাগ  দাবি করে আসছিল। অবশেষে আলোচিত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায় কে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে বদলি করা হয়েছে। গত ১০ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের  সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক এসএম এম জিয়াউল হায়দার হেনরী সাক্ষরিত পরিপত্রে বিষয়টি  নিশ্চিত করা হয়েছে। এ দিকে ৪ মার্চের  অপর আরেকটি আদেশে সিনিয়র শিক্ষক রবীন্দ্রনাথ দে কে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে। রবীন্দ্রনাথ দে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারী থেকে অত্র বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ মে পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।অবশেষে ১৬ মার্চ ২০২৫ থেকে  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন  সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব। তিনি ২০ বছরের ও অধিক সময় অত্র বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..