কুতুবপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় অবস্থিত বালুর মাঠে ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন পায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম টিটু।
বুধবার (১৯ মার্চ) বিকালে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা পর্বে শহিদুল ইসলাম টিটু বলেন, সামনে জাতীয় নির্বাচন আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আগামী নির্বাচনে যেনো মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। আমরা ফতুল্লা থানা বিএনপি ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছি। কেন্দ্র ঘোষিত অনুযায়ী প্রতিনিয়ত পাড়া মহল্লায় ইফতার মাহফিলের আয়োজন করছি ২০৷ রোজার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিভিন্ন এলাকায় ঈদ উপহার বিতরণের কর্মসূচি করা হবে।
আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান আনিস, কুতুবপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. দুলাল ভূইয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মিঠু সরদার, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মজিবুর রহমান তপন, কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান, ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. পিয়াস খন্দকার, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. বাদল মাহমুদ, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয়, সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদসহ কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...