সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি, ভ্রম্যমান আদালতের অভিযানে জরিমানা 

মোঃ সারোয়ার হোসেন অপু / ৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

বদলগাছীতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি, উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

নওগাঁর বদলগাছীতে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খননের অভিযোগে জৈনক এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউপির থুপশহর বড়বিলা নামক স্থানে।

জানা যায়, মথুরাপুর ইউপির থুপশহর বড়বিলা নামক স্থানে রাতের আঁধারে প্রতিদিন বিক্রির উদ্দেশ্যে জৈনক ব্যক্তি মাসুদ রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে ১৯ মার্চ (বুধবার) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর গ্রামে উপজেলা প্রশাসন অভিযোগ ব্যক্তিকে অর্থদন্ডে দন্ডিত করেন।
স্থানীয়রা জানান, গোপনসূত্রে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ছনি। এ সময়ে আদালত পরিচালনায় সহযোগীতা করেন বদলগাছী থানা পুলিশের এ এস আই মেহেদী হাসানসহ সক্রিয় ফোর্স।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি বলেন, ফসলি জমিতে অবৈধভাবে মাটি খননের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা থেকে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির কাছে জানতে চাইলে তিনি বলেন, ফসলি জমিতে অবৈধভাবে মাটি খননের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..