সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

আপন ছোট বোনকে ধর্ষণ, বড় ভাই গ্রেফতার

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ২৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

বগুড়া ধুনট উপজেলার চুনিয়াপাড়া (গুচ্ছগ্রাম)’র মৃত রঞ্জু মন্ডলের ছেলে সুজন (২২) নামে এক ব্যক্তি আপন ছোট বোনকে ধর্ষণ করেছে।  গত বুধবার (১৯ই মার্চ) এ বিষয়ে ভুক্তভোগী মা খোদেজা বেগম বাদী হয়ে ধুনট থানায় এজাহার দায়ের করে। এতে বলা হয়, ভুক্তভোগী মা কর্মের তাগিদে বগুড়ার শেরপুর পৌরসভার অন্তর্গত উপশর এলাকায় জনৈক এক ব্যক্তির বাড়ীতে থেকে গৃহকর্মীর কাজ করেন।                                   ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চনিয়াপাড়া (গুচ্ছগ্রামে) ভুক্তভোগীর ৬৫ বছরের বৃদ্ধ মা, ছেলে সুজন ও ছোট মেয়ে (১৫) ওই সরকারী ভাবে বরাদ্দ পাওয়া বাড়ীতে বসবাস করে। গত ১৯ মার্চ বিকাল সাড়ে ৫ টার সময় প্রতিবেশী জনৈক ব্যক্তির মোবাইল ফোনে সংবাদ পেয়ে ভুক্তভোগী বাড়ীতে এসে মেয়ে (১৫) সঙ্গে কথা বলে জানতে‌ পাড়ে যে ছেলে সুজন দুই মাস যাবত ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করে। উল্লেখ্য যে ভুক্তভোগীর বৃদ্ধ মা মেয়ে ও ছেলে একই ঘরে একই খাটে নিয়মিত ঘুমিয়ে আসছে গত ১৮ই মার্চ রাত অনুমান১০ টার দিকে পশ্চিম দুয়ারী চৌচালা টিনসেট ঘরে ভুক্তভোগীর বৃদ্ধ মা ঘুমিয়ে পড়লে ছেলে সুজন মিয়া মেয়ে (১৫)কে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।  বিষয়টি প্রকাশ করতে বাধ্য হয় এবং এর পরই ধর্ষক সুজনকে থানা পুলিশ গ্রেপ্তার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর আলম জানান, ভিকটিমের মা খোদেজা বেগম এ বিষয়ে এজাহার দায়ের করেছে। তার পরিপ্রেক্ষিতে আসামি সুজন মিয়াকে গ্রেপ্তার পর বৃহস্পতিবার সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..