পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম ফারুক খোকন। তিনি এক বার্তায় সকল মুসলিম সম্প্রদায়ের সদস্যদের ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান।
গোলাম ফারুক খোকন বলেন, “ঈদুল ফিতর একটি আনন্দের ও খুশির উৎসব, যা আমাদের একসাথে মিলে-মিশে কাটানোর সুযোগ দেয়। ঈদের এই পবিত্র মৌসুমে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করি। বিশেষ করে, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোরানোর চেষ্টা করি।”
তিনি আরও বলেন, “আমরা যেন ঈদের শিক্ষা থেকে প্রেরণা নিয়ে আমাদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও ভালোবাসা বৃদ্ধি করি। চলুন, আল্লাহর কাছে প্রার্থনা করি বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধির জন্য, যাতে আমরা একটি সুখী ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারি।”
গোলাম ফারুক খোকন সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক! আপনারা সবাই নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন করুন।” তিনি সকলের কাছে ঈদের সুখ-সম্ভাবনা এবং সুখী জীবন কামনায় দোয়া করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...