সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের নিরাপত্তায় র‍্যাব এর টহল জোরদার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের নিরাপত্তায় টহল জোরদার করেছে র‍্যাব।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০ টায় র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ গত ৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৫৬ জন, আরসা সদস্য-১৫ জন, হত্যা মামলায় ৭৭ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৩৮ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৮ জন গ্রেফতারসহ ৮০ টি অস্ত্র, ১২৭৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৩২ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‍্যাব-১১। পাশাপাশি ৩৯ জন অপহরণকারী গ্রেফতারসহ ২৭ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫০ জন, জেল পলাতক ৩৩ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৩৯ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‍্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) হতে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পূণ্যস্নান। রাত ২টা থেকে শুরু হয়ে ৫ এপ্রিল শনিবার রাত ১২টা ৪৫ পর্যন্ত দুই দিনব্যাপী এই উৎসব চলবে। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠবে দেশ-বিদেশ থেকে আসা লাখো পূণ্যার্থী। ইতিমধ্যে ভারত, শ্রীলংকা, নেপাল ও ভুটানসহ দেশি বিদেশি পুণ্যার্থী স্নানোৎসবে আসা শুরু করেছে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, মহাভারতের বর্ণনামতে পরশুরাম মুনি ছিলেন ব্রহ্মার উপাসক। তিনি একবার পাপমুক্তির জন্য ব্রহ্মপুত্র নদে যে স্থানের জলে স্নান করেছিলেন, তা বাংলাদেশের লাঙ্গলবন্দে অবস্থিত। সেই থেকে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এ তিথিতে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। এ স্নানের ফলে ব্রহ্মার সন্তুষ্টি লাভের মাধ্যমে পাপমোচন হয়। এ বিশ্বাস নিয়ে সুদীর্ঘকাল ধরে পরশুরামের পাপ থেকে মুক্তি হওয়ার কথা স্মরণ করে শত শত বছর ধরে লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। উক্ত পূর্ণ স্নানে দেশে-বিদেশি পুণ্যার্থী সহ আনুমানিক ১০ লক্ষ লোকের জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। লাঙ্গলবন্দের সর্বমোট ২০ টি ঘাটে এই পূণ্যস্নান অনুষ্ঠিত হবে।
র‍্যাব আরো জানায়, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার দেশের সার্বভৌমত্ব এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। উক্ত পূণ্যস্নানকে কেন্দ্র করে র‍্যাবসহ জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিরাপত্তার উদ্দেশ্যে একত্রে কাজ করছে। এ উৎসব উপলক্ষ্যে র‍্যাব-১১ কর্তৃক পুণ্য স্নানের বিভিন্ন সেবা কেন্দ্র এবং কার্যকরী কমিটির সাথে নিয়মিতভাবে যোগাযোগ স্থাপন সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিয়মিতভাবে ২৪ ঘন্টা অত্র এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও উক্ত স্থানে বিভিন্ন ধরনের অনৈতিক এবং বিশৃংঙ্খল কর্মকান্ড এড়ানোর লক্ষ্যে র‍্যাব-১১ এর গোয়েন্দা সদস্য সাদা পোশাকে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারী চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..