সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

১২ এপ্রিলের জনসভার সফলতার লক্ষ্যে বক্তাবলী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২১৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
oplus_0

বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক আকবর আলী সুমন কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ৭ নং ওয়র্ড বিএনপির সভাপতি মোঃ খোরশেদ গাজীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক আকবর আলী সুমন। তিনি আগামী ১২ এপ্রিল ফতুল্লা থানা বিএনপির জনসভা সফল করতে সকল নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “এই জনসভা আমাদের দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা সকলকে একসঙ্গে কাজ করতে প্রস্তুত থাকতে হবে।”

বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক আকবর আলী সুমন বলেন, “বক্তাবলী ইউনিয়ন বিএনপির সবচেয়ে বেশি নির্যাতিত ব্যক্তি আমি।” তিনি বলেন, “বিগত আওয়ামী লীগের শাসনামলে আমাকে ২৮টি মামলায় হেনস্তা করা হয়েছে, কিন্তু তবুও আমি আমার দল বিএনপির আদর্শ থেকে বিচ্ছিন্ন হইনি।”

তিনি এই কথাগুলো অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমি মনে করি, যে কেউ যদি তার আদর্শের প্রতি আন্তরিক থাকে, সে কখনো দমিত হবে না। আমি প্রতিটি অপপ্রচার এবং অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি এবং এখনও দলের প্রতি আমার আস্থা অটুট।”

আকবর আলী সুমন আরও বলেন, “আমরা একটি গণতান্ত্রিক এবং স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের অধিকার রক্ষিত হবে। আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
তাই দলের যেকোন নির্দেশনা মেনে কাজ করতে আমি ও আমার ইউনিয়নবাসী সদা প্রস্তুত। আর তারই ধারাবাহিকতায় আগামী ১২ তারিখের জনসভা সফল করতে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করবো।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল প্রধান। তিনি সভায় উপস্থিত সকলকে কাজের প্রতি উৎসাহিত করেন এবং বলেন, “আমাদের একতা ও প্রচেষ্টা দিয়েই আমরা তারিখ নির্ধারিত জনসভাকে সফল করতে পারব।”

সভা শেষে সকল নেতাকর্মীদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয় এবং দলীয় কার্যক্রমে অংশগ্রহণের জন্য নেতৃত্বের নির্দেশনার উপর জোর দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা, যারা জনসভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতির জন্য পরিকল্পনা করেন।

এমন এক ব্যাপক প্রস্তুতি এবং উদ্যমের পরিপ্রেক্ষিতে আগামী ১২ এপ্রিলের জনসভা বরাবরই রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..