সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

সাবেক সাংসদ শামীম ওসমানের শ্যালক ১১০ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নারায়নগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সাংসদ শামীম ওসমানের শ্যালককে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজ মৌচাক বসু হাজ্বী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ ১১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত হেরোইন ব্যবসায়ী মাহমুদুল হাসান আরমান (৩৫) সিদ্ধিরগঞ্জ মিজমিজি মৌচাক বসু মার্কেট এলাকার হাজী সালাউদ্দিন আহম্মেদের ছেলে। গ্রেপ্তারকৃত যুবক আরমানের বাবা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের তথ্য ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এবং আওয়ামীলীগের সাবেক সাংসদ শামীম ওসমানের শ্যালক বলে পুলিশ জানান।

সিদ্ধিরগঞ্জ থানার (উপ-পরিদর্শক) মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক বসু হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১১০ পুড়িয়া হেরোইনসহ মাহমুদুল হাসান আরমানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান আরমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বসু হাজী মার্কেট এলাকার বাসিন্ধা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের তথ্য ও সমাজকল্যান সম্পাদক হাজী সালাউদ্দিন আহম্মেদের ছেলে।

হাজী সালাউদ্দিন আহম্মেদ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের মামা শ্বশুর। সেই সুবাধে আরমান শামীম ওসমানের শ্যালক বলে জানা যায়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও আরমান বিদেশী পিস্তলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। এরআগেও তিনি মাদকসহ আটক হওয়ার পর মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে ছাড়া পায় বলেও এলাকাবাসী জানায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..