সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

পঞ্চবটি মুক্তারপুর ফ্লাইওভার নির্মান কর্তপক্ষের খামখেয়ালীতে পথে পথে মানুষের দূর্ভোগ 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নারায়নগঞ্জের ফতুল্লার পঞ্চবটি থেকে মুক্তারপুর চাইনিজ কোম্পানী কর্তৃক ফ্লাইওভার নির্মানে খামখেয়ালী পনার অভিযোগ পাওয়া গেছে ৷ এই ফ্লাইওভার নির্মানের ফলে পঞ্চবটি থেকে বিসিক , ভোলাইল , কাশীপুর , হাটখোলা থেকে মুক্তারপুর কিছু অংশ বৃষ্টি আসলে পেক কাঁদা নোংড়ায় সয়লাব আর বৃষ্টি না থাকলে ধূলা বালি তে সয়লাব হচ্ছে ৷ তাছাড়া তাদের কাজ করার সুবিদার জন্য ভারী ভারী সব যন্ত্রপাতি , ভেকু ,ক্রেন ও ভোলডোজার ব্যাবহার করায় যখন তখন বিনা নোটিশে তাদের সুবিধা মতো রাস্তা বন্ধ করে দিচ্ছে তারা ৷ ফলে রাস্তার দুই পাশে দিন থেকে গভীর রাত পর্যন্ত ক্ষনে ক্ষনে চলাচল বন্ধ করে দেয়ায যানজট লেগেই থাকছে ৷ আর এলাকা বাসী অভিযোগ করেছেন তারা সাড়া রাত ভারী যন্ত্রপাতি ও পাইলিং বোরিং মেশিন চালায় এছাড়া হেভী ক্রেন এবং ভোলডোজার ব্যাবহার করে যা অনেক উচ্চ শব্দ করে ও মাটিতে কম্পোন হয় যার ফলে শব্দ দূষনে রাস্তার দুই পাশে বাড়ী ঘরের মানুষের রাতের ঘুম হারাম শিশুরাও ঘুমের মধ্যে আতঁকে উঠেন ৷ বর্তমানে গত দুই দিন বৃষ্টি হওয়ায় রাস্তা ঘাট পেক কাদায় সয়লাব হয়ে গেছে সাধারন মানুষের হেটে চলার উপায় নেই ৷ ট্রাক সহ বিভিন্ন যানবাহন কাঁদায় আটকে যাচ্ছে ৷ অটো গাড়ী গুলো প্রতিদিন উল্টে পড়ে দূর্ঘটনা ঘটছে মানুষ আহত হচ্ছে ৷ মটর সাইকেল চলন্ত অবস্থায় পিছলে পড়ছে ৷ কাশীপুর মধ্যপাড়ায় মসজিদের মুসল্লিরা মসজিদের সামনের রাস্তায় কাঁদা পানি জমার কারনে ঠিক মতো নামাজ পড়তে যেতে পারছেন না ৷ তাদের অপরিকল্পিত কাজের কারনে কাশীপুর মধ্যে পাড়া এলাকার ড্রেনেজ ব্যাবস্থাও হুমকির মূখে পড়েছে তাদের নির্মান কাজের কারনে বহু বাসা বাড়ীর পয় নিষ্কাসন ও পানীর লাইন বন্ধ হয়ে অনেক বাড়ীতে জলাবদ্ধতা তৈরী হয়েছে ৷ এতে সাধারন মানুষের ক্ষোভ বাড়ছে ৷ অথচ রাস্তার দুই পাশে উচু পাকা রাস্তা করে যানবাহন ও মানুষের চলাচল নিশ্চিত করে মাঝখানে তাদের ফ্লাইওভার নির্মান করার কথা ৷ কিন্ত চাইনিজ কোম্পানী তাদের খেয়াল খুশী মতো কাজ করছে ফলে প্রতিদিন জন দূর্ভোগ বাড়ছে ৷ তাই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া জরুরী ৷

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..