সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

“ভোক্তা সচেতন হলেই অনিয়ম বন্ধ হবে এবং দেশের উন্নয়ন সম্ভব হবে। আমাদের সকলের দায়িত্ব হলো ভোক্তার অধিকার রক্ষায় একজোট হওয়া এবং সিন্ডিকেটমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা। আমরা সবাই মিলে যদি সচেতন হই, তাহলে দুর্নীতি, শোষণ ও অন্যায় বন্ধ করা যাবে।” — এমন বার্তা নিয়ে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) নারায়ণগঞ্জ সদর শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো পরিচিতি ও মতবিনিময় সভা।

“ভোক্তা বাঁচলে, বাঁচবে দেশ — সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ” — এই শক্তিশালী স্লোগান ধারণ করে শুক্রবার, ২৩ মে ২০২৫, বিকেল ৪টায় নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের পদ্ম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএস নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা অ্যাডভোকেট হুমায়ুন কবির।
তিনি বলেন, আপনারা যারা এই দায়িত্ব নিয়েছেন, তারা শুধু নিজেদের স্বার্থে নয়, বরং দেশের মানুষের অধিকার রক্ষায় মাঠে নেমেছেন। এটি একটি মহান কর্মযজ্ঞ। আমি বিশ্বাস করি, এই কার্যক্রম সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে একটি ন্যায়ের সমাজ, যেখানে প্রতিটি ভোক্তা তার অধিকার নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিএস উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুর রহমান সবুজ, অ্যাডভোকেট রাসেল এবং নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনির।

জেলা কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনির বলেন,
ভোক্তার অধিকার নিশ্চিত করা শুধুমাত্র একটি সংগঠনের কাজ নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আমরা সিসিএস-এর মাধ্যমে সেই আন্দোলনের পথচলা শুরু করেছি। আমাদের লক্ষ্য হলো—সাধারণ মানুষ যেন বাজার ব্যবস্থায় ন্যায্যতা পায়, প্রতারিত না হয়। এজন্য প্রয়োজন গণসচেতনতা, এবং সেই দায়িত্ব আমরা সবাই মিলে পালন করবো।
তিনি আরও বলেন, সিসিএস শুধু অভিযোগ নেওয়ার জায়গা নয়, এটি একটি নৈতিক দায়বদ্ধতার মঞ্চ, যেখানে আমরা আইন, তথ্য ও সচেতনতার মাধ্যমে ভোক্তাদের পাশে দাঁড়াই। আগামীতে আরও প্রশিক্ষণ, ক্যাম্পেইন ও সরাসরি মাঠ পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে আমরা প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যন্ত এই বার্তা পৌঁছে দেবো—ভোক্তার অধিকার মানে মানবাধিকার।”

পরিচিতির পর বক্তারা ভোক্তা অধিকার, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা, সিন্ডিকেটবিরোধী পদক্ষেপ এবং ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

অ্যাডভোকেট আনিসুর রহমান সবুজ বলেন,
আপনারা প্রভাবশালী না হয়েও দুর্নীতির বিরুদ্ধে একটি সাহসী অবস্থান নিয়েছেন—এটাই প্রশংসনীয়। আপনারা ন্যায়ের পক্ষে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। দেশের ভোক্তাদের ন্যায্য অধিকার আদায়ের যুদ্ধে আপনাদের জয় হোক।

সিসিএস নেতৃবৃন্দ বলেন, আমি ভোক্তা, আপনি ভোক্তা, সবাই মিলে বাংলাদেশ। আমাদের অধিকার রক্ষায় আমরা নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাবো। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো অনিয়ম বা অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ আমাদের হেল্পলাইন নম্বরে জানান—আমরা যথাযথ ব্যবস্থা নেবো।

আয়োজকরা সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক মতামতের জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভা থেকে এই প্রত্যয় উঠে আসে যে, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..