সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

প্রান্ত্রিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২ জুন, ২০২৫

বগুড়ার শেরপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশের প্রান্ত্রিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) ২০২৫ সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা সমাজ সেবা অফিসার ওবাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের সমাজ সেবা উপ-পরিচালক মনিরা খাতুন।
এ সময় বক্তব্য রাখেন বগুড়া জেলা সমাজসেবা সহকারি পরিচালক মোহা: আতাউর রহমান, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান, শেরপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, ধুনট উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল্লাহ আল-কাফি প্রমুখ।
এছাড়া এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মৃৎ শিল্প, বাঁশ শিল্প, কামার, তাঁতিসহ বিভিন্ন পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা বলেন, আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া বিভিন্ন শিল্পের মানুষ বা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এই প্রকল্পের মাধ্যমে তাদের অর্থনৈতিক, সামাজিক ও মানসিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..