মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

ঈদুল আজহা উপলক্ষে যুবদল নেতা রাশেদ বাবুর শুভেচ্ছা বার্তা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা রাশেদ বাবু এক শুভেচ্ছা বার্তায় দেশবাসী, এলাকাবাসী এবং যুবদলের সকল নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রাশেদ বাবু বলেন,”ঈদুল আজহা আমাদের শিখিয়ে দেয় ত্যাগ, ধৈর্য, সহানুভূতি ও মানবিকতার শিক্ষা। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.) এর আত্মত্যাগের চেতনাই এই ঈদের মূল প্রেরণা। সমাজে অসহায়, দুঃস্থ ও গরীব মানুষের পাশে দাঁড়ানোই এই পবিত্র উৎসবের অন্যতম উদ্দেশ্য।”

 

তিনি আরও বলেন,”শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাইয়ের দিকনির্দেশনায় দেশব্যাপী যুবদল আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা এই ঈদের দিনেও সেই আদর্শ নিয়েই জনগণের পাশে থাকতে চাই।”

রাশেদ বাবু সবাইকে আহ্বান জানান, যেন এই ঈদের আনন্দ কেবল ব্যক্তি বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থাকে—বরং সমাজের সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়ে। বিশেষ করে গরীব ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের প্রকৃত আনন্দ।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি বলেন,”আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন এবং দেশের ওপর শান্তি ও কল্যাণ বর্ষণ করুন। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..