সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য নারায়ণগঞ্জবাসীই যথেষ্ট,  আমাদের বাইরের নেতা ভাড়া করে আনার প্রয়োজন নেই; মাসুদুজ্জামান মাসুদ

ফাহমিদা এমি / ২৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

“নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য নারায়ণগঞ্জবাসীরই যথেষ্ট সামর্থ্য আছে, আমাদের বাইরের কোনো নেতা ভাড়া করে আনার কোনো প্রয়োজন নেই”—এমন মন্তব্য করেছেন মডেল গ্রুপের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ।

শনিবার বিকেলে বন্দর থানাধীন হাবিবনগরস্থ জামি’আতুল মাদীনাতুল আবরার মাদরাসার হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “কুরআনের একটি হরফের হাজার ভাগের এক ভাগেরও মূল্য আমার নেই। আমি একজন নগণ্য মানুষ। যাঁরা কুরআনের শিক্ষক, যাঁরা শিশু-কিশোরদের হাফেজ বানাচ্ছেন—তাঁদের সামনে আমি তুচ্ছ। এই পবিত্র ফুলদের মাঝে আমাকে আমন্ত্রণ জানিয়ে যে সম্মান দেখানো হয়েছে, তার জন্য আমি চিরদিন কৃতজ্ঞ থাকব।”

তিনি কুরআনের আলোকে সমাজ গঠনের আহ্বান জানিয়ে বলেন, “যে সমাজে কুরআনের হিফজ, শিক্ষা ও অনুশীলন থাকবে, সে সমাজেই প্রকৃত ন্যায়বিচার, মানবতা ও উন্নয়ন সম্ভব।”

তিনি বলেন, “এই নারায়ণগঞ্জ আমাদের নিজের জেলা। আমরা এখানকার সন্তান। এখানকার মানুষ, তরুণ সমাজ, শিক্ষক, ব্যবসায়ী, ধর্মীয় প্রতিষ্ঠান — সবাই মিলে একসাথে কাজ করলেই এই নারায়ণগঞ্জকে আমরা একটি মডেল শহরে পরিণত করতে পারব। উন্নয়নের জন্য বাইরের মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “আমি রাজনীতিকে কোনো ব্যক্তিগত লাভ বা লোভের জায়গা থেকে দেখি না। আমার একমাত্র উদ্দেশ্য, এই জেলার মানুষের পাশে থাকা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করা।”

অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী মাসুদের বক্তব্যে সমর্থন জানিয়ে বলেন, একজন যোগ্য, সৎ এবং এলাকার প্রতি দায়বদ্ধ নেতা হিসেবেই তারা তাকে দেখে থাকেন।

অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাসুদুজ্জামান মাসুদের এই বক্তব্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া পড়ে এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..