ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বড়গোলা শাখার দায়ের করা তিনটি মামলায় ৭ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে এফ.কে.এম. ইফতেখার মুনিম নোবেল (৩৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় বাজারের তেল, চিনি, সার ও কিটনাশক ব্যবসায়ী এবং মেসার্স এস কে ট্রেডার্সের স্বত্বাধিকারী।
গ্রেফতার অভিযান চালানো হয় মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল মালগ্রামের বাসা থেকে তাকে আটক করে।
ব্যাংক সূত্রে জানা যায়, ২০১০ সালে নোবেল ইসলামী ব্যাংক থেকে ঋণ নেন এবং পরবর্তীতে প্রায় ৭ কোটি টাকা খেলাপি হন। এরপর ব্যাংক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়।
আপনার মন্তব্য প্রদান করুন...