নারায়ণগঞ্জ জেলা বন্দরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই কুখ্যাত মাদক সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় ১০৪ বোতল ফেন্সিডিল ও ১১ কেজি গাঁজা।
গ্রেপ্তারকৃতরা হলো আব্দুস সামাদ (৫২), পিতা মৃত আমজাদ শেখ, বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পানিঘাটা গ্রামে। দীর্ঘদিন ধরে বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকায় অবস্থান করে মাদক কারবার চালিয়ে আসছিল।
সবুজ, পিতা শহীদ মিয়া, বাসিন্দা বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডের রাজবাড়ী এলাকা।
পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টায় নারায়ণগঞ্জ জেলা বন্দর থানার ফুলহর বালুর মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুস সামাদকে ১০৪ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, রাত আড়াইটায় রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সবুজকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন বন্দর থানার উপপরিদর্শক মিজানুর রহমান সজিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ এনামুল হক।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি:
এরা শুধু মাদক বিক্রি করেই থেমে নেই; তাদের পেছনে রয়েছে প্রভাবশালী সিন্ডিকেট। দ্রুত সময়ের মধ্যে শেল্টারদাতা ও সরবরাহকারীদের খুঁজে বের করে আইনের আওতায় না আনলে মাদকের ভয়াবহতা কমবে না।
আপনার মন্তব্য প্রদান করুন...