সংবাদ শিরোনাম :
টয়লেট পরিচালনা শিখতে চীন যাচ্ছেন সরকারি কর্মকর্তারা রূপগঞ্জ ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক নেয়ামুল হাসানের আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি রূপগঞ্জে বিআরটিসি বাসে চরম দুরবস্থা: যাত্রী সেবা নয়, দুর্ভোগের প্রতীক একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে মিশন পাড়া পঞ্চায়েত পরিষদের অফিস উদ্বোধন ৫ আগস্ট পদত্যাগ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন রূপগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক হরিকান্তকে অপসারণের দাবিতে মানববন্ধন রূপগঞ্জে মাদকাসক্ত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত রূপগঞ্জে মহানবীকে নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার গৃহ মেরামতের জন্য ফ্রেন্ডস এসোসিয়েশন কর্তৃক নগদ অর্থ বিতরণ
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

রূপগঞ্জ ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু কাওসার মিঠু / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা হাইওয়ে পুলিশের উদ্যোগে ২২ সেপ্টেম্বর রবিবার এক মহতী ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় স্থানীয় জনগণ এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা উন্নয়ন ও সম্প্রদায়ের সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোকাব্বির। আরও উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন,মাসুদ কবির গাউছিয়া মার্কেট মালিক সমিতির ক্যাশিয়ার,মোঃ সাইদুল ইসলাম হাইওয়ে পুলিশের সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি, রূপগঞ্জ উপজেলা,হাজিবুর রহমান সাধারণ সম্পাদক, শ্রমিক দল রূপগঞ্জ উপজেলা, খোরশেদ আলম যুবদলের সদস্য আহবায়ক কমিটি, রূপগঞ্জ উপজেলা,মোঃ আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিকদল রূপগঞ্জ উপজেলা,মোঃ,, এবং এলাকার বিভিন্ন বাসিন্দা।
সভায় বক্তারা অপরাধ প্রতিরোধ, সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ সময়, স্থানীয়রা তাদের মতামত, পরামর্শ ও অভিযোগ জানিয়ে পুলিশি কার্যক্রমের উন্নয়নে সহায়তা করেন।

সভাটির উদ্দেশ্য ছিল স্থানীয়দের মধ্যে যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাতে দোকান বসানো বন্ধ করা এবং সুতরাং যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করাও। সকল বক্তা ও অংশগ্রহণকারীরা এই উদ্বেগজনক বিষয়টির গুরুত্ব তুলে ধরে এতে সমাধানের উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

সভাটি স্থানীয় জনগণের জন্য এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে পুলিশ ও জনগণ একসাথে কাজ করে নিরাপত্তা ও সম্প্রদায়ের উন্নয়ন নিশ্চিত করতে পারবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..