নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় আরবান প্রাইমারি হেলথ প্রকল্প এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের(এডিবির) প্রতিনিধি দল পরিদর্শন করেছে।
১০অক্টোবর শুক্রবার এ প্রকল্পের আওতায় থাকা দুইটি নগর স্বাস্থ্যকেন্দ্র তারা পরিদর্শন করেন। পরে তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী, তারাবো পৌরসভার প্রশাসক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, জাপান এডিবির নির্বাহী পরিচালক সিজিও সিমিজো, এডিবির কান্ট্রি পরিচালক হো ইয়ান জিয়োং স্টিভ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গ্রামের মানুষ এখনো স্বাস্থ্য সচেতন নয়। তারাবো পৌরসভার শিল্প কারখানার শ্রমিক ও নিম্নআয়ের মানুষ এডিবির অর্থায়নে স্থাপন করা আরবান প্রাইমারি হেলথ প্রকল্পের নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে। আরবান প্রাইমারি হেলথ প্রকল্প সারাদেশে চালু করা হলে দেশের নিম্নআয়ের মানুষ আরো উপকৃত হবে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
আপনার মন্তব্য প্রদান করুন...