সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে  স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে কাউসার ও নাঈমের মিছিলে  নেতাকর্মীদের ঢল রূপগঞ্জে সড়কে চলাচলের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষের প্রতীক কোনো বহিরাগত বা আওয়ামী দোসরের হাতে উঠতে দেব না : জুয়েল আরমান  পাশে লাশ রেখে ইয়াবা সেবনের ভয়ঙ্কর বর্ণনা দিলো স্বীকারোক্তিতে! দীর্ঘ ১৭ বছর পর রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত রূপগঞ্জের তারাবো পৌরসভা নগর স্বাস্থ্যকেন্দ্র এডিবির প্রতিনিধি দলের পরিদর্শন হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট রূপগঞ্জে সাংবাদিকের জমি দখলের পাঁয়তারার অভিযোগ \ আদালতে মামলা নারায়ণগঞ্জে বিএনপি রাজনীতির সূচনা : রাজপথের ইতিহাস যেন বিকৃত না হয়, সত্য যেন বিস্মৃত না হয় কোরআনের আয়াত সহ্য করতে না পারলে ইসলামী শব্দ বাদ দেও: কাসেমী আজ শুক্রবার একটি ইসলামিক দল তাদের প্রকৃত চরিত্র উন্মোচন করেছেন: এড. টিপু
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

রূপগঞ্জে সড়কে চলাচলের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

আবু কাওসার মিঠু / ১৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

“পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয়” এই প্রতিপাদ্যে গঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়কে চলাচলে জনসচেতনতার লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সারাদেশের ন্যায় নিসচা’র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী নানান কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকার “জামিয়া হাশেমীয়া ইমদাদুল উলুম নাহাটি মাদ্রাসা” অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদ্রাসার মুফতি ইমদাদুল হাশেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জামান মিয়া, সমাজ সেবক নজরুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ গোলাম সাদেক, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক রমজান মৃধা, কার্যকরী সদস্য হাবিবুল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সারাদেশে প্রতিবছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। আবার অনেকে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব জীবণ কাটাচ্ছেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দূর্ঘটনায় হতাহতরা শুধু নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। স্বজনদের কষ্টের কারণ হয়ে দাড়াচ্ছেন। তাই সড়কে চলাচলের ক্ষেত্রে নিয়ম মেনে চললে আর সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।

পরে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত সহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..