সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

অগ্রাধিকার ভিত্তিতে বুরহানউদ্দিন রাস্তা সংস্কারের আশ্বাস

মুফিজুর রহমান নাহিদ / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া আশ্বাস দিয়েছেন, সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাজী বুরহানউদ্দিন রাস্তা অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জকিগঞ্জ উপজেলার শেওলা রাস্তা সংস্কারের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

আজ (১৮ মে ২০২৫) সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাঃ মাওঃ আনওয়ার হোসাইন খাঁনের নেতৃত্বে একটা প্রতিনিধি দলের সাথে বৈঠকের সময় মোঃ আব্দুর রশীদ মিয়া এমন আশ্বাস প্রদান করেন। প্রতিনিধি দলে আরো ছিলেন জেলা জামায়াতের ইসলামীর নেতা এবং সিলেট পাঠানটুলা জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জামায়াত নেতা নিজাম উদ্দিন খান, সরওয়ার খান প্রমুখ।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এলজিইডির প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার এই দুই গুরুত্বপূর্ণ রাস্তা পুনর্নিমাণ এবং দ্রুত সংস্কারের দাবী সম্বলিত আবেদন দাখিল করতে গেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মাওঃ আনওয়ার হোসাইন খাঁন এই সময় প্রধান প্রকৌশলীর কাছে আবেদন হস্তান্তর করেন।

আবেদন দাখিলের সময় মাওঃ আনওয়ার হোসাইন খাঁন ও সৈয়দ ফয়জুল্লাহ বাহার প্রধান প্রকৌশলীকে রাস্তা দু’টোর বর্তমান অবস্থার বিবরণ দেন। বুরহানউদ্দিন রাস্তা যে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে– সে কথা মোঃ আব্দুর রশীদ মিয়াকে জানান। এই রাস্তা সংস্কারের দাবীতে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন এবং আরো বিভিন্ন কর্মসূচী পালিত হওয়ার বিষয়টিও অবগত করেন।

এই সময় এলজিইডির প্রধান প্রকৌশলী তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনেন। এতদিন রাস্তা সংস্কার না হওয়ার জন্য সরকারের ফান্ডের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বুরহানউদ্দিন রাস্তা দ্রত সংস্কার হওয়া জরুরী বলে তিনিও মনে করেন। একটা উপজেলার প্রধান সড়কের বেহাল দশার অবস্থা শুনে তিনি বলেন, এই রাস্তা সংস্কারে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা করা প্রয়োজন।

বৈঠকে আলোচনা চলাকালে আব্দুর রশীদ মিয়া জানতে চান, বুরহানউদ্দিন রাস্তা বা শেওলা রাস্তা বর্ষার মৌসুমে পানিতে ডুবে যায় কিনা। এই রাস্তা দু’টোর সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, রাস্তার উপর যেখানে বাজার আছে এবং বন্যার সময় যেসব অংশ পানিতে ডুবে যায়, সেসব অংশ আরসিসি ঢালাই করা হবে। বুরহানউদ্দিন রাস্তার সংস্কার যেন টেকসই হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বুরহানউদ্দিন রাস্তা ও শেওলা রাস্তা সংস্কারের জন্য জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সিলেট থেকে ঢাকায় যান। প্রতিনিধি দলে আরো ছিলেন কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রিন্সিপাল মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাষ্টার ফয়সল আহমদ এবং ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার লুকমান উদ্দিন।

এলজিইডির প্রধান প্রকৌশলীর সাথে সাক্ষাত ও বৈঠক শেষে মাওঃ আনওয়ার হোসাইন খাঁন বলেন, দুই উপজেলার প্রধান দুই রাস্তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানের সাথে আমাদের বৈঠক ফলপ্রসু হয়েছে। প্রধান প্রকৌশলী আমাদের কথাগুলো আন্তরিকতার সাথে শুনেছেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কাজ দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছেন। এই দুই উপজেলার মানুষজন রাস্তার খারাপ অবস্থার জন্য বেশ ভোগান্তির মধ্যে আছে। বিশেষ করে বুরহানউদ্দিন রাস্তার করুণ অবস্থা মানুষজনকে খুব বেশি ভোগাচ্ছে। এই অবস্থার দ্রুত অবসান হতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..