সংবাদ শিরোনাম :
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়- জাহিদুল ইসলাম মিঞা ‘বিষপান করা’ চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চার যুবকের পাশে তারেক রহমান যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকের পায়ের রগ কেটে ফেলার হুমকির অভিযোগ সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ
সোমবার, ২৬ মে ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

এদেশকে ভারতের একটি রাজ্যে পরিনত করেছিলো – সাখাওয়াত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

গতকাল বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বন্দর ও কলাগাছিয়া ইউনিয়নে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আহবায়ক শাখাওয়াত হোসেন খাঁন বলেন আওয়ামী সরকার এদেশকে ভারতের একটি রাজ্যে পরিনত করেছিলো।

উক্ত বন্দর এবং কলাগাছিয়া ইউনিয়নের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শাখাওয়াত হোসেন খাঁন এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথির বক্তব্যে শাখাওয়াত হোসেন খাঁন বলেন, ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ তথা গন মানুষের বিজয় হয়েছে। রক্তের বিনিময়ে এই বিজয় এসেছে। সেই রক্তে শেখ হাসিনার হাত লাল হয়েছে। গত ১৫ বছর শেখ হাসিনা এদেশকে ভারতের একটি রাজ্যে পরিনত করেছিলো। লক্ষ লক্ষ হাজার কোটি ডলার বিদেশে পাচার করেছে। আমেরিকায় বিপুল পরিমাণ ডলার পাচারের খবর পাওয়া গেছে। সেই টাকা, জনগণের টাকা।আমরা ক্ষমতায় আসলে সেই টাকা ফিরিয়ে আনবো।
তিনি আরও বলেন,নারায়ণগঞ্জের মানুষ ১৫ বছর ভোট দিতে পারে নাই। সেলিম ওসমান, শামীম ওসমান বন্দরে গুন্ডা বাহিনী তৈরি করেছে, তারা প্রকাশ্যে অস্ত্র চালিয়ে ছাত্র জনতার উপর হামলা করেছে। সনাতন ধর্মাবলম্বী সংখ্যা লগু শিশু বাচ্চা রিয়া গোপ ও রক্ষা পায় নাই। শামীম ওসমানের ছোরা গুলিতে রিয়া গোপ মারা গেছে।
কলাগাছিয়া ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ কালে তিনি বলেন,বিগত আমলে রাইসু চেয়ারম্যানের ছেলেকে হত্যা করা হয়েছে,বিচার হয় নাই।তাদেরকে নারায়ণগঞ্জের মাটিতে এনে বিচার করা হবে।

প্রধান বক্তা আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা আপনাদের কাছে ৩১ দফার দাওয়াত নিয়ে এসেছি। বিগত সরকার আমলে খুন,গুম,রাহাজানি, ছিনতাই,ধর্ষনের চিত্র দেখা গেছে। পক্ষান্তরে আমাদের আমলে দেখা গেছে সমৃদ্ধ গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস।তারা বাকশাল কায়েম করতে চেয়ে ছিলো, কিন্তু আমাদের নেতা শহীদ জিয়া বহু দলীয় রাষ্ট্র ব্যাবস্থা কায়েম করেছে।
তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ, জিয়াউর রহমান সেখানে সফল। শেখ হাসিনা যেখানে ব্যর্থ,সেখানে খালেদা জিয়া সফল।জয় যেখানে ব্যর্থ, তারেক রহমান সেখানে সফল। আপনারা ৩১ দফা বাস্তবায়নে আমাদের পাশে থাকবেন। সর্বোপরি নাজমুল হক রানার মুক্তি চেয়েছেন তিনি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক সদস্য মাকিত মুস্তাকিম শিপলু, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল,বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন।বন্দর উপজেলার সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির,
এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন সভাপতি রাজু আহাম্মেদ, সহ সভাপতি বাবুল,সাধারণ সম্পাদক মাসুদ রানা, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি প্রার্থী সোহেল প্রধান,রুবেল কিবরিয়া, বন্দর ইউনিয়ন বিএনপি নেতা সম্রাট হোসেন সুজন।
শীতবস্ত্র বিতরণে কলাগাছিয়া ইউনিয়নে উপস্থিত ছিলেন, সভাপতি সাহাদুল্লাহ মুকুল,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, সার্বিক সহযোগিতায় দীন ইসলাম, সজীব খন্দকার প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..