সংবাদ শিরোনাম :
 “২৫ আগস্টের মধ্যে নিজ খরচে সাদাপাথর ফেরত দিন, নইলে কঠোর আইনি ব্যবস্থা” — জেলা প্রশাসকের হুশিয়ারি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০ তারেক রহমানের শুদ্ধি অভিযানে আলোড়ন : সিদ্ধিরগঞ্জে পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক জুয়েল রানা ‎বগুড়ায় ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয় ‎ ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‎বগুড়া শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা শুরু হচ্ছে সীমানা নির্ধারণের শুনানি, নারায়ণগঞ্জ তিন আসনসহ পরিবর্তন আনা হয়েছে ৩৯টি ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম, সম্পাদক মাহবুব পুণরায় নির্বাচিত

মুফিজুর রহমান নাহিদ / ৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের ২০২৫-২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন আজ বিকেল ৩ টায় ক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ক্লাবের সদস্যদের গোপন ভোট প্রদানের মাধ্যমে (দৈনিক যায়যায়দিন/দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) নিজাম উদ্দিন সভাপতি ও (দৈনিক আমার সংবাদ/দৈনিক সিলেট মিরর পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) মাহবুবুর রশিদ সাধারণ সম্পাদক পদে পুণরায় নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে (দৈনিক শ্যামল সিলেটের কানাইঘাট প্রতিনিধি) হাফিজ আহমদ সুজন নির্বাচিত হন।

এছাড়াও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহসভাপতি পদে (দৈনিক ভোরের কাগজ/দৈনিক জৈন্তাবার্তার পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) আব্দুন নুর ও (দৈনিক জনতার সিলেট জেলা প্রতিনিধি ও অপূর্ব সিলেটের সম্পাদক) তাওহীদুল ইসলাম, সহ সম্পাদক পদে (দৈনিক বর্তমান/দৈনিক যুগভেরী পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) মুমিন রশিদ, কোষাধ্যক্ষ পদে (দৈনিক খোলা কাগজ/দৈনিক সবুজ সিলেট’র কানাইঘাট প্রতিনিধি) আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে (দৈনিক কালবেলা/দৈনিক একাত্তরের কথা পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) সুজন চন্দ অনুপ, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে (দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার) জয়নাল আবেদীন আজাদ, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে (দৈনিক ভোরের সময় পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) মাহফুজ সিদ্দিকী নির্বাচিত হন।

ক্লাব নির্বাচনে নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন, কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরিদ আহমদ, নির্বাচন কমিশনার সদস্য ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুহেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিস্ট মাষ্টার মো. মহি উদ্দিন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, সিলেট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ।

ভোট গ্রহণের পূর্বে দুপুর ১২টায় ক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের পরিচালনায় ক্লাব কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এম.এ হান্নান। সাধারণ সভায় ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের কর্মকর্তা, ক্লাবের আজীবন সদস্যগণ, জনপ্রতিনিধি, পেশাজীবি, কানাইঘাট বাজার বণিক সমিতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রেস ক্লাবের নির্বাচন কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রেসক্লাবের নির্বাচনের সময় দৈনিক সকালের খবর ও এশিয়ান এইজের সিলেট ব্যুারো চীফ সাংবাদিক আব্দুল হালিম সাগর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক স্বাধীন বাংলার স্টাফ রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ, দৈনিক মানবজমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মুফিজুর রহমান তালুকদার, দৈনিক সোনালী সিলেটের কানাইঘাট প্রতিনিধি মিজানুর রহমান লাভলু, সংবাদকর্মী ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..