সংবাদ শিরোনাম :
বন্দরে সাংবাদিক হত্যার হুমকি : ডিসি ও এসপিকে স্মারকলিপি প্রদান বগুড়ায় গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা, যা বললেন সারজিস আলম যারা তথ্য নিয়ে কাজ করেন, তাদের দক্ষ হতে হবে:ডিসি রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ আবু জাফর আহমেদ বাবুল: নারায়ণগঞ্জ-৫-এ মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত ১৭ নম্বর ওয়ার্ডে তারেক রহমানের ৩১ দফা প্রচারে আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে লিফলেট বিতরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য জুবায়েদের মরদেহ উদ্ধার  পাঁচ দাবিতে জামায়াতে ইসলামী ও সমমনা সাতটি দলের নতুন কর্মসূচি উন্নত জীবন ও ভালো থাকার আশায় ১০ বছর বয়সী সন্তান নিয়ে সাঁতরে সমুদ্র পাড়ি দিলেন মা রাজধানীতে না-শকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

খালেদা জিয়ার নামে মামলার বাদী জুলাই যোদ্ধা আহতদের তালিকায়

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নড়াইলে জুলাই যোদ্ধা আহতদের তালিকায় শেখ আশিক বিল্লাহ নামে আওয়ামী লীগ নেতার নাম এসেছে। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে নড়াইলের একটি আদালতে দায়ের করা মানহানি মামলার বাদী।

রোববার (১৯ আক্টোবর) সকাল থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

আশিক বিল্লাহ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। তিনি নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

জানা গেছে, জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী নিহত এবং আহতদের সহায়তা ও সরকারিভাবে লিপিবদ্ধ করতে দেশব্যাপী তালিকা প্রস্তুত করা হচ্ছে। এর অংশ হিসেবে নড়াইল জেলায় দুজন নিহত এবং ২৭ জনের নাম আহতদের তালিকায় অন্তর্ভূক্ত করে গেজেট প্রকাশ করা হয়। নড়াইল জেলার আহতদের তালিকায় রয়েছে শেখ আশিক বিল্লাহর নাম। তার গেজেট নং-৩৩৬৯১।

আদালত সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে খালেদা জিয়ার নামে নড়াইলের একটি আদালতে শেখ আশিক বিল্লাহ বাদী হয়ে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর একটি মানহানি মামলা দায়ের করেন। এছাড়া, মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে বিতর্কিত বক্তব্যের অভিযোগে ওইদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে আরেকটি মানহানি মামলা দায়ের করেন তিনি।

এ বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বিশ্বাস ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সঠিক তদন্ত পূর্বক পুনরায় তালিকা প্রকাশের দাবিসহ এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

অনেকে বলছেন, আগে ফ্যাসিস্টরা এরকম মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। বর্তমানেও অনেকে ব্যক্তি স্বার্থে একইভাবে মিথ্যার আশ্রয় নিয়ে আগামীর ইতিহাস কলুষিত করছে।

জানতে চাইলে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, জুলাই যোদ্ধা হিসেবে আহতদের তালিকায় তার (আশিক বিল্লাহ) নাম কিভাবে অন্তর্ভূক্ত হয়েছে সে সম্পর্কে আমার জানা নেই।

এ ব্যাপারে কথিত ‘জুলাইযোদ্ধা’ শেখ আশিক বিল্লাহ বলেন, আমি একজন প্রকৃত ‘জুলাইযোদ্ধা’। আন্দোলনের সময় আমি ১৯ শে জুলাই ঢাকার মহাম্মদপুর এলাকায় সক্রিয়ভাবে যোগদান করে আহত হয়েছিলাম। আমার চিকিৎসা সনদসহ সংশ্লিষ্ট কাগজপত্র মোতাবেক আমি প্রকৃত আহত ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটে অন্তর্ভূক্ত হয়েছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..