চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন খালেদা জিয়া
দীর্ঘদিন ধরেই অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এবার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে খালেদা জিয়াকে। চলতি মাসেই তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত শুক্রবারই ৮০ বছর বয়সে পা দিয়েছেন খালেদা জিয়া। শুক্রবারই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন যে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে তাড়াতাড়ি বিদেশে নিয়ে যাওয়া হবে। তারপরেই তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
আগের তুলনায় তিনি কিছুটা সুস্থ বলেও জানানো হয়েছে। খালেদা জিয়ার পরিবার এবং বিএনপি তাঁকে বিদেশে নিয়ে যেতে সায় দিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি মাল্টিপোল ডিজিজ সেন্টারে তাঁর লিভার প্রতিস্থাপনসহ জটিল চিকিৎসাগুলি করানো হবে বলে জানা গিয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...