জগন্নাথপুরে ৬৪ জন গ্রাম পুলিশ এর মধ্যে বাইসাইকেল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে সারা দেশের ন্যায় গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে ও চলাচলের সুবিধার্থে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়ন এর ৬৪ জন গ্রাম পুলিশ( দফাদার ও মহল্লাদার) এর মধ্যে ২৭শে মে রোজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, চিলাউড়া -হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান খান, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াব উল্লাহ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ সহ সুবিধাভোগী গ্রাম পুলিশ বৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...