রাজধানীর বিজয়নগর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ দুই জন রাহুল (২ ) ও মনির (২৫)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, আহতদের মধ্যে মনির চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে রাহুল ঢামেক হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
আপনার মন্তব্য প্রদান করুন...