সংবাদ শিরোনাম :
 “২৫ আগস্টের মধ্যে নিজ খরচে সাদাপাথর ফেরত দিন, নইলে কঠোর আইনি ব্যবস্থা” — জেলা প্রশাসকের হুশিয়ারি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০ তারেক রহমানের শুদ্ধি অভিযানে আলোড়ন : সিদ্ধিরগঞ্জে পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক জুয়েল রানা ‎বগুড়ায় ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয় ‎ ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‎বগুড়া শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা শুরু হচ্ছে সীমানা নির্ধারণের শুনানি, নারায়ণগঞ্জ তিন আসনসহ পরিবর্তন আনা হয়েছে ৩৯টি ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

ঢাকা নারায়ণগঞ্জ রুটে ভাড়া কমানো নিয়ে বাস মালিকদের সাথে জেলা প্রশাসকের বৈঠক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা করাসহ নারায়ণগঞ্জ থেকে অন্যান্য সকল রুটে বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার দাবির প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছে। সেইসাথে এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিবেন। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে ভাড়া কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলার বাস নিনিবাস ও পণ্য পরিবহন সংশ্লিষ্ট মালিক সংগঠনের সাথে মতবিনিময় সভায় আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ পরিবহন চাঁদাবাজি নিয়ে আলোচিত থাকলেও এদিন কোনো পরিবহন মালিক চাঁদাবাজির কথা স্বীকার করেননি। পরিবহন মালিকদের দাবি বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়ার কারণেই যাতায়াত ভাড়া বৃদ্ধি করতে হয়। যার কারণে তারা কম ভাড়া নিয়ে পোষাতে পারেন না। সেইসাথে এখানে কোনো চাঁদাবাজি হয় না বলেও দাবি করেন তারা।

তবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বিসহ অন্যান্য নেতারা বলেন, চাঁদাবাজি বন্ধ হলে পরিবহন ভাড়া অনেক কমিয়ে আনা সম্ভব। যন্ত্রাংশের দাম বৃদ্ধি তেলের দাম বৃদ্ধি এগুলো কোনো যুক্তিতে আসে না। এখানে চাঁদাবাজের ক্ষেত্র।

তাদের এসব বক্তব্যের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক বলেন, ভাড়া নিয়ে এপ্রিলে একটি সার্কুলার হয়েছে। মাইলেজ হিসাব করে তারা দেখুক। আপনাদের সাথে কথা বলেই সার্কুলার অনুযায়ী তারা একটা সুপারিশ করুক। তারপর আমরা সিদ্ধান্ত নিবো এভাবে সিদ্ধান্ত নেয়া যাবে না।

তিনি আরও বলেন, মালিকরা মালিকদের জায়গায় অবস্থান করে রয়েছে। তারা এই জায়গাটা দেখুক। সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী কত আসে, টোল হিসেব আছে সব হিসেব তারা একটা হিসেব দাঁড় করাক। এখন ৫৫ টাকা আছে এই টাকাটা কোথা গিয়ে দাঁড়াবে এটা দেখে আগামী ১৫ দিনের মধ্যে এডিএম, এডিশনাল এসপি ট্রাফিক, সহকারি পরিচালক বিআরটিএ বিশ্লেষণ করে রিপোর্ট দিবে তারপর আরেকটা মিটিং করে সিদ্ধান্ত নিবো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..