মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাংলাদেশি ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদুল আজহা আত্মত্যাগ, পবিত্রতা ও মানবিকতার প্রতীক। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগ আমাদের শিক্ষা দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু উৎসর্গ করার মানসিকতা। এই দিনটি আমাদের ঘরে ঘরে নিয়ে আসে আনন্দ, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা। আমি মহান এই দিনে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের শান্তি, সুখ, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।”

তিনি আরও বলেন,
“জাতীয় জীবনের ক্রান্তিকালে ঈদুল আজহার আদর্শ আমাদের সবাইকে উদারতা, সহমর্মিতা ও সমাজের প্রতি দায়িত্ববোধের শিক্ষা দেয়। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে রুখে দাঁড়ানোই আমাদের কর্তব্য। এ উপলক্ষে আমি দলমত-নির্বিশেষে সবাইকে আহ্বান জানাই—আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই, গরিব-দুঃখীদের পাশে থেকে ঈদের আনন্দ ভাগ করে নিই।”

অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলার একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত। তিনি তার মেধা, সততা ও সংগঠনিক দক্ষতার মাধ্যমে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে বিএনপির একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

তিনি তার শুভেচ্ছা বার্তায় দেশের সার্বিক শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..