পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এসএমএনামূল হককে হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামী সোলাদানা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আঃ মান্নানসহ আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে সোলাদানার চারবান্দা বাজারে সোলাদানা ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ আমিনুর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পথ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক, হাকিম সানা,সাংগঠনিক সম্পাদক ইসরাফিল মোড়ল,সিনিয়র সহ সভাপতি কিশোর মন্ডল। বক্তারা বলেন, ২০২১ সালে ২৭ মার্চ তার সন্ত্রাসী বাহিনী সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এসএম এনামুল হকসহ তার লোকদের উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এসময় কমপক্ষে ২৭জন গুরুতর জখম হয়। এসংক্রান্ত থানায় ১২২ জনের নাম উল্লেখ অজ্ঞাত আরও ১৫০ জনের নামে মামলা হয়। যে মামলা তদন্ত করে গত সোমবার সিআইডি ১০৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছে। আসামীরা অনেকেই এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমনকি চেয়ারম্যান মান্নান গাজী মাঝেমধ্যে এলাকায় আসছেন বলে শোনা যাচ্ছে । এমতাবস্থায় এলাকাবাসী দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবীতে এ কর্মসূচি পালন করেন।
মোঃ খোরশেদ আলম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি!!
আপনার মন্তব্য প্রদান করুন...