মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ব্যর্থ হবে: ওসি লিয়াকত হোসেন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে এক তীব্র প্রশ্ন ছুঁড়ে দেন—

“বিশ্বাস কাকে করবেন? একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে, নাকি মাদক কারবারি ও অপরাধীদের আইনের আওতায় আনতে সদা তৎপর প্রশাসন ও প্রশাসনিক কর্মকর্তাদের?”

সম্প্রতি বন্দর থানা পুলিশ একটি বিশেষ অভিযানে প্রশাসনের লাল তালিকাভুক্ত কুখ্যাত মাদক সম্রাট মতিউর রহমান ওরফে ব্ল্যাক জনিকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। তবে জনি পালিয়ে গেলেও, মাদক ব্যবসার সাথে জড়িত তার স্ত্রীকে আটক করে আইনের আওতায় আনা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ নিশ্চিত করেছে, জনি ও তার স্ত্রী উভয়েই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

জামিনে মুক্তি পাওয়ার পর জনির স্ত্রী সংবাদ সম্মেলনের নামে নাটক সাজিয়ে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালান। ওই সংবাদ সম্মেলনে কিছু অসাধু ব্যক্তি, যারা নিজেদের সাংবাদিক পরিচয় বহন করলেও বাস্তবে মাদক সিন্ডিকেটের সাথে যুক্ত, প্রশাসনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে। সেখানে ওসি লিয়াকত হোসেনের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা উৎকোচ নেওয়ার অপবাদ দেওয়া হয়, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র।

ওসি লিয়াকত হোসেন এ বিষয়ে স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়ে বলেন—
“অপরাধ করে কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবে না। ঘৃণিত ষড়যন্ত্র কিংবা মিথ্যা অপবাদ ছড়িয়ে প্রশাসনকে বিব্রত করার চেষ্টা করে কোন লাভ হবে না। আমি আমার দায়িত্ব পালন করে যাবো। মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলবে অব্যাহতভাবে।”

তিনি আরও বলেন, এর মূল উদ্দেশ্য ছিল ভয়ভীতি ও অপপ্রচার চালিয়ে পুলিশকে নিরুৎসাহিত করা, যাতে করে আইন প্রয়োগকারী সংস্থা অভিযান থেকে সরে আসে। কিন্তু প্রশাসন কখনোই অপরাধীদের সামনে মাথা নত করবে না।

শেষে ওসি লিয়াকত হোসেন সাংবাদিক সমাজকে উদ্দেশ্য করে প্রশ্ন রাখেন—
“আপনারা বিশ্বাস করবেন কাকে? একজন চিহ্নিত আইনভঙ্গকারী মাদক ব্যবসায়ীর মিথ্যা নাটককে, নাকি জনগণের নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া প্রশাসনকে?”

নারায়ণগঞ্জের বন্দর থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতই অপপ্রচার হোক না কেন, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..