নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝটিকা মিছিল করেছে অসংখ্য হত্যা, চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত আজমেরী ওসমানের অনুসারীরা। এ সময় স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার (২০ মে) রাত দশটার দিকে কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
মিছিল থেকে এক কিশোরকে আটক করে পুলিশেও দেয় স্থানীয় বিএনপির লোকজন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় আজমেরী ওসমানের অনুসারী কয়েকজন তরুন-যুবক মিছিল করে। এ সময় ঝটিকা মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। খবর পেয়ে কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা ওই মিছিলকারীদের ধাওয়া দেন।
এ সময় ১৫ বছর বয়সী এক কিশোরকে আটকে পুলিশে সোপর্দ করে বিএনপির লোকজন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আমরা জিদানকে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে আরো তথ্য নিচ্ছি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ সংগঠন হিসেবে মামলা প্রক্রিয়ধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, রাজনৈতিক সংঘাত যেন সাধারণ মানুষের জীবনকে বিপন্ন না করে, সে জন্য প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন তারা। এ পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
আপনার মন্তব্য প্রদান করুন...