সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া

হাবিব / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝটিকা মিছিল করেছে অসংখ্য হত্যা, চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত আজমেরী ওসমানের অনুসারীরা। এ সময় স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার (২০ মে) রাত দশটার দিকে কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মিছিল থেকে এক কিশোরকে আটক করে পুলিশেও দেয় স্থানীয় বিএনপির লোকজন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় আজমেরী ওসমানের অনুসারী কয়েকজন তরুন-যুবক মিছিল করে। এ সময় ঝটিকা মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। খবর পেয়ে কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা ওই মিছিলকারীদের ধাওয়া দেন।

এ সময় ১৫ বছর বয়সী এক কিশোরকে আটকে পুলিশে সোপর্দ করে বিএনপির লোকজন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আমরা জিদানকে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে আরো তথ্য নিচ্ছি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ সংগঠন হিসেবে মামলা প্রক্রিয়ধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, রাজনৈতিক সংঘাত যেন সাধারণ মানুষের জীবনকে বিপন্ন না করে, সে জন্য প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন তারা। এ পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..