সংবাদ শিরোনাম :
 “২৫ আগস্টের মধ্যে নিজ খরচে সাদাপাথর ফেরত দিন, নইলে কঠোর আইনি ব্যবস্থা” — জেলা প্রশাসকের হুশিয়ারি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০ তারেক রহমানের শুদ্ধি অভিযানে আলোড়ন : সিদ্ধিরগঞ্জে পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক জুয়েল রানা ‎বগুড়ায় ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয় ‎ ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‎বগুড়া শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা শুরু হচ্ছে সীমানা নির্ধারণের শুনানি, নারায়ণগঞ্জ তিন আসনসহ পরিবর্তন আনা হয়েছে ৩৯টি ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

ফতুল্লা থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সম্মেলন অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার আওতাধীন ফতুল্লা থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে দেওভোগ মাদ্রাসা সংলগ্ন স্থানে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রাণ প্রিয় নেতা, নারায়ণগঞ্জের অহংকার জাকির খান দীর্ঘদিন যাবৎ কারাবাস করছেন। যে মিথ্যা মামলায় তিনি আটক আছেন, আগামী ৭ জানুয়ারী সেই মামলার রায়ের তারিখ দিয়েছেন আদালত।
আপনারা সকলে দোয়া করবেন যেন, জাকির খান এ মিথ্যা মামলা থেকে খালাস পেয়ে বীরের বেশে নারায়ণগঞ্জের মাটিতে এসে মহানগর বিএনপির হাতকে শক্তিশালী করতে পারে। আমি আপনাদের সকলের নিকট ওনার জন্য দোয়া কামনা করছি।
তিনি আরও বলেন, আপনারা জানেন আমরা ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি থানায় গিয়ে সেখানে কমিটি তৈরি করছি। আপনাদের সহযোগিতা ছাড়া এ কাজ অসম্ভব। আমি বর্তমান সরকারকে অনুরোধ করবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসকল মামলা রয়েছে সেগুলো অতিদ্রুত আইনি প্রক্রিয়ায় শেষ করবেন।
বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। এতে করে দেশের মঙ্গল হবে। আপনারা এমন কোন কাজ করবেন না যাতে করে বিএনপির কোন ক্ষতি হয়। নিজ নিজ এলাকায় সেবামূলক কার্যক্রম পরিচালনা করবেন যাতে করে আগামীতে বিএনপির ভোট বৃদ্ধি পায়।
বক্তব্য শেষে ইউসুফ চৌধুরীকে আহ্বায়ক ও আলমগীর হোসেন দেওয়ানকে সদস্য সচিব করে ৮৫ সদস্য বিশিষ্ট ফতুল্লা থানা আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
সম্মেলনে জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ এরশাদ আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন সানি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..