সংবাদ শিরোনাম :
 “২৫ আগস্টের মধ্যে নিজ খরচে সাদাপাথর ফেরত দিন, নইলে কঠোর আইনি ব্যবস্থা” — জেলা প্রশাসকের হুশিয়ারি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০ তারেক রহমানের শুদ্ধি অভিযানে আলোড়ন : সিদ্ধিরগঞ্জে পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক জুয়েল রানা ‎বগুড়ায় ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয় ‎ ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‎বগুড়া শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা শুরু হচ্ছে সীমানা নির্ধারণের শুনানি, নারায়ণগঞ্জ তিন আসনসহ পরিবর্তন আনা হয়েছে ৩৯টি ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

‎বই পড়ার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জ্ঞানার্জনের ফলে মানুষ আলোকিত হয়

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

‎বই পড়ার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জ্ঞানার্জনের ফলে মানুষ আলোকিত হয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তার মতে, যখন একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাসের অভাব থাকে, তখন সে সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়। কিন্তু আত্মবিশ্বাস থাকলে এবং জ্ঞানের আলোয় ভেতরটা আলোকিত হলে কোনো খারাপ বিষয় তাকে প্রভাবিত করতে পারে না।

‎রবিবার (১৩ জুলাই) নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন লাইব্রেরিতে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের ২০টি লাইব্রেরিকে বিভিন্ন লেখকের ৫৯টি করে বই বিতরণ করা হয়।

‎জেলা প্রশাসক বলেন, “পাঠ্য বই পড়ে ভাল ডিগ্রি পাবেন। কিন্তু সমাজে ভাল মানুষ হতে হলে এই বইগুলোও পড়তে হবে। জীবনটা অনেক বড়, সেটিকে যেন আমরা ছোট করে না ফেলি।” তিনি আরও বলেন, বই অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে। বইয়ের মাধ্যমে আমরা জ্ঞানের জগতে অবাধে প্রবেশ করতে পারি এবং জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে পারি।

‎অনুষ্ঠানে কারাগারের ব্যবস্থার পরিবর্তন ও মানবাধিকারের বিষয়গুলো তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “আগের সময়ে কারাগারের সিস্টেম অনেক পরিবর্তন হয়েছে। এখানে মানবাধিকারের অনেক বিষয় সামনে এসেছে। আমরা সেগুলো অনুসরণ করি। কারাগারে যারা আছে তাদের অনুপ্রেরণার মাধ্যমে পরিবর্তন করতে পারলে তা সমাজের কাজে লাগবে।”

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্যপ্রযুক্তি) মাশফুকুর রহমান, জেলা সুপার ফোরকান ওয়াহিদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..