বগুড়ার শেরপুরে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার হামছায়াপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। জানা গেছে ১০ টি ইউনিয়নের মধ্যে গাড়িদহ মডেল ইউনিয়ন ও শাহবন্দেগী ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান আগে থেকেই বিজয় লাভ করেন এবং তারা বর্তমানেও তাদের ইউনিয়ন এর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরফলে তাদেরকে প্রার্থী হিসেবে বহাল রেখে নতুন করে বাকি আটটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এসময় বগুড়া শেরপুর উপজেলা জামায়াতের আমীর ও দলীয় মনোনীত শেরপুর-ধুনটের এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মানছুরুর রহমান। রুকনদের প্রত্যক্ষ ভোট গ্রহণ শেষে তিনি আটটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।
আগামী নির্বাচনে সুঘাট ইউনিয়নে লুৎফর রহমান, ভবানীপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম, খামারকান্দিতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, খানপুরে আব্দুল খালেক, সীমাবাড়িতে ইমাম হোসেন, বিশালপুরে আব্দুস সাত্তার, মির্জাপুরে হাফেজ জহুরুল এবং কুসুম্বি ইউনিয়নে আনিসুল ইসলামকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
এসময় উক্ত ঘোষণা সম্মেলনে শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নাজমুল হক, সেক্রেটারি আবদুল্লাহ আল মুস্তফিদ নাসিম, শাহীন আলম , শফিকুল ইসলাম, ইফতেখার আলমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...