সংবাদ শিরোনাম :
বন্দরে সাংবাদিক হত্যার হুমকি : ডিসি ও এসপিকে স্মারকলিপি প্রদান বগুড়ায় গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা, যা বললেন সারজিস আলম যারা তথ্য নিয়ে কাজ করেন, তাদের দক্ষ হতে হবে:ডিসি রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ আবু জাফর আহমেদ বাবুল: নারায়ণগঞ্জ-৫-এ মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত ১৭ নম্বর ওয়ার্ডে তারেক রহমানের ৩১ দফা প্রচারে আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে লিফলেট বিতরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য জুবায়েদের মরদেহ উদ্ধার  পাঁচ দাবিতে জামায়াতে ইসলামী ও সমমনা সাতটি দলের নতুন কর্মসূচি উন্নত জীবন ও ভালো থাকার আশায় ১০ বছর বয়সী সন্তান নিয়ে সাঁতরে সমুদ্র পাড়ি দিলেন মা রাজধানীতে না-শকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

বন্দরে সাংবাদিক হত্যার হুমকি : ডিসি ও এসপিকে স্মারকলিপি প্রদান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘উজ্জীবিত বাংলাদেশ’ পত্রিকার বন্দর প্রতিনিধি এবং বন্দর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শামীম ইসলামকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। হুমকিদাতা ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে বন্দর উপজেলা প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক ও সম্পাদকবৃন্দ।

স্মারকলিপিতে সাংবাদিক শামীম ইসলামকে হত্যার হুমকিদাতা হিসেবে বন্দর থানা পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাট ‘ব্ল্যাক জনি’, নৌ-ডাকাত শিপন, তুহিন ও সোহেলসহ তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শাহ আলম তালুকদার, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল ও সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মিলন, সহ-যুগ্ম সম্পাদক মমতাজ, সাংগঠনিক সম্পাদক ডালিম সিকদার, অর্থ সম্পাদক অজিত দাস, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান রিমন, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক হৃদয় বিশ্বাস মিলন, সাংবাদিক টিটু, আবুল বাশার, বাপ্পী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দরা।

সাংবাদিক শামীম ইসলামকে হুমকির ঘটনা স্বাধীন সাংবাদিকতার উপর হামলা বলে উল্লেখ করে উপস্থিত সাংবাদিক নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা বলেন, এ ধরনের ঘটনা সংবাদকর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে তারা সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..