২২ নভেম্বর রবিবার মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের নাসিম ওসমান সেতু (৩য় শীতলক্ষ্যা সেতু) টোল প্লাজার সম্মুখে অপরিচিত একজন লোক পরে থাকতে দেখে স্থানীয় একজন সন্ধ্যায় বন্দর থানায় যোগাযোগ করলে বন্দর থানা ওসি সাথে সাথে ঘটনাস্থলে আসেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আজ সন্ধ্যার সময় একজন লোক গিয়ে থানায় বলে নাসিম ওসমান টোল প্লাজার সামনে একজন লোক পরে আছে, খবর পেয়ে সাথে সাথে আমি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে ঘটনা অবহিত করি। ইউএনও মহোদয় এবং আমি ঘটনার স্থলে এসে দেখি একজন লোক চাদর মোড়ানো অবস্থায় পড়ে আছে।
এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ওসি সাহেবের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং সাথে সাথে অ্যাম্বুলেন্স খবর দিয়ে তাহাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এবং আমি ও বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে গিয়ে তাহার চিকিৎসার ব্যবস্থা করি, তার খোঁজ খবর নেয়ার চেষ্টা করি।
তিনি আরো জানান, গত ১১ নভেম্বর প্রায় ২৫ বছরের একজন মহিলা লক্ষণখোলা এলাকা থেকে উদ্ধার করে ৩ দিন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করিয়ে ওই মহিলা সুস্থ হলে নতুন জামা কাপড় পরিয়ে তাকে ঢাকা ১ নং মিরপুর নিয়ে সমাজসেবা আশ্রয় কেন্দ্র হস্তান্তর করি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা এবং পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগিদের খোঁজখবর নেন।
আপনার মন্তব্য প্রদান করুন...