সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে-কক্সবাজারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’, সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন মামলা থেকে নাতির নাম বাদ দেওয়ার চুক্তিতে চাঁদাবাজি, ২ সমন্বয়ক গ্রেফতার লন্ডন-কাণ্ডে আতঙ্ক! ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন ফখরুল-তাহেরসহ ৪ রাজনীতিবিদ বাণিজ্য সচিব নিয়োগে ৩৫ কোটির বাণিজ্য, কাঠগড়ায় নাহিদ ব্যাটারি চালিত ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের সংঘর্ষের মাঝখানে সাহসী ভূমিকা এড. টিপুর সিটি কর্পোরেশনের উদাসীনতায় সতের হাজার রেজিস্ট্রেশন নিয়ে চলছে ৪৫ হাজার মিশুক কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডালিম গ্রেফতার শিক্ষার্থীর উপর ইজিবাইক চালকের হামলা, কয়েকজন আহত রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার রূপগঞ্জে এসডিআই শাখার শুভ উদ্বোধন
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

মামলা থেকে নাতির নাম বাদ দেওয়ার চুক্তিতে চাঁদাবাজি, ২ সমন্বয়ক গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ভোলায় এক বৃদ্ধের নাতিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে ও থানা ম্যানেজের নামে দেড় লক্ষাধিক টাকা চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ছাত্রদল ও জাতীয় ছাত্রসমাজের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর, ২০২৪) ভোলা সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে চাঁদাবাজির ২০ হাজার টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রাকিব হোসেন (৩০) ও হাসান মোনতাছির রহমান (২০)। তারা ‘জুলাই রেভুলোশনারি এলায়েন্স’ নামক একটি সংগঠনেরও নেতা। রাকিব সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক এবং মোনতাছির সিনিয়র সদস্য সচিব বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শেখ ফরিদের (৭৪) নাতি মোঃ জিতুকে একটি মামলার আসামি তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলে এবং থানা ম্যানেজের আশ্বাস দিয়ে দুই লাখ টাকা দাবি করেন অভিযুক্ত রাকিব ও মোনতাছির।

তাদের কথামত, শেখ ফরিদ তার ছেলে মজিবুর রহমানকে সাথে নিয়ে ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের হোটেল নিরালায় গিয়ে প্রথমে ১ লাখ ৫০ হাজার টাকা দেন। পরবর্তীতে আসামিরা তার বাড়িতে এসে আরও ১০ হাজার টাকা নেন। কিন্তু এরপরও তারা আরও টাকার জন্য চাপ দিতে থাকলে শেখ ফরিদের সন্দেহ হয়। পরে তিনি ভোলা সদর মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।

ভোলা সদর মডেল থানার পুলিশ জানায়, মামলা দায়েরের পর (মামলা নং-২৪, তারিখ ১৭/০৯/২০২৪ খ্রিঃ, ধারা-৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড) তদন্তকারী কর্মকর্তা অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রাকিব ও মোনতাছিরকে গ্রেফতার করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র : দৈনিক আজকের কন্ঠ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..