নারায়ণগঞ্জের বন্দরে পশুর হাটের সিডিউল কেনাকে কেন্দ্র করে বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ফটো সাংবাদিক মেহেদী হাসান রিপনকে পায়ের রগ কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা মিনহাজ মিঠুসহ তার সহযোগীদের বিরুদ্ধে।
রোববার (২৫ মে) বিকেল ৩টায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে এ হুমকির ঘটনা ঘটে। ঘটনার পর ওইদিন রাতেই ভুক্তভোগী মেহেদী হাসান রিপন বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মিনহাজ মিঠুসহ ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা পরিষদে অবস্থান করছিলেন ফটো সাংবাদিক রিপন। দায়িত্ব শেষে দুপুর ১২টার দিকে তিনি সাবদী গরুর হাটের একটি সিডিউল ক্রয় করেন। পরে বিকেল ৩টার দিকে উপজেলা চত্বর থেকে বের হওয়ার সময় মিনহাজ মিঠুসহ একদল লোক তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ‘সিডিউল কেনার সাহস’ দেখানোর অভিযোগে তাকে হুমকি দেয়। রিপন যখন বিষয়টি বোঝার চেষ্টা করেন ও বিবাদীদের শান্ত থাকার অনুরোধ জানান, তখন তারা আরও ক্ষিপ্ত হয়ে তার পায়ের রগ কেটে ফেলার হুমকি দেয়।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, “ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মন্তব্য প্রদান করুন...