তরুণ প্রজন্মের হাতে দেশ গড়ার প্রত্যয়ে গঠিত হয়েছে ফতুল্লা থানা কৃষক দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। গত ১৩ সেপ্টেম্বর শনিবার নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক শাহীন মিয়া ও সদস্য সচিব আলম মিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে জুয়েল আরমানকে আহবায়ক এবং সুমন আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। একই সঙ্গে কমিটিতে স্থান পেয়েছেন তরুণ সংগঠক সাগর বসাক, যাকে কেন্দ্র করে স্থানীয় তরুণদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
দলের নেতাকর্মীরা মনে করছেন, সাগর বসাকের মতো উদ্যমী তরুণরা রাজপথের আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেবে এবং কৃষক দলের কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।
স্থানীয় রাজনৈতিক মহলে আশা করা হচ্ছে, এ কমিটির মাধ্যমে ফতুল্লা থানার কৃষক দলের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...