সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর থেকে লুট হওয়া পাথর আগামী ২৫ আগস্ট, সোমবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে ও নিজ খরচে সাদাপাথরে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে—এই সময়সীমার পর কারো কাছে সাদাপাথর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাথর ফেরত না দিলে কারও প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখানো হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে।
পাথর উদ্ধার ও প্রতিস্থাপন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম।
আপনার মন্তব্য প্রদান করুন...