মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের  পরিত্যক্ত ভবনসহ সরকারি জমি দখলের অভিযোগ

মোঃ খোরশেদ আলম,পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি / ৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

পাইকগাছায় রাতের আধাঁরে ঘরবাড়ি বেঁধে সরকারি সম্পত্তি দখলের গুরুতর  অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানাগেছে,গত দুই সপ্তাহ পূর্বে  লতা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের  পুটিমারী সরকারি স্লুইচ গেটের পরিত্যক্ত ভবনসহ প্রায় ১ বিঘা সরকারি জমি গভীর রাতে স্থানীয় আবাসন প্রকল্পের বাসিন্দা হাবিল -সুরমা হাওলাদার দম্পতি দখল করেন।  তারা এখন ঘরবাড়ি ও ঘেরা বেড়া দিয়ে সবজি ও গাছও রোপন করেছেন।

হাবিল কাঠামারীর বাবুল হাওলাদারের জামাতা।

অভিযোগ উঠেছে, স্থানীয রাজনৈতিক প্রভাবশালীদের মদদ ও ইন্ধনে এ সরকারি সম্পত্তি দখলের ঘটনা ঘটেছে।

এদিকে কপিলমুনি নাবা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ নওশের আলী গাজী দখলকরা জমি নিজের ছিল এবং এ জমি ভোগদখল সহ দেখভাল করতেন  দাবি করে জানান,পুটিমারী মৌজায় সরকারি স্লুইস গেট সংলগ্ন আশে পাশে আমার ৩০ বিঘা জমিতে লীজ ঘের রয়েছে।  এক সময়  পানি উন্নয়ন বোর্ড এ জমি থেকে  ৫ একর জমি অধিগ্রহণ  করেন। পরবর্তীতে ৯২ সালে এ সম্পত্তি অবমুক্ত করা হয়। যার কর-খাজনা পরিশোধ এবং বর্তমান জরিপে আমার নামে রেকর্ড হয়েছে।

তিনি অভিযোগ করেন,  হাবিল হাওলাদার অন্যের প্ররোচনায় পরিকল্পিত ভাবে গভীর রাতে দখল করে ঘরবাড়ি ও ঘেরাবেড়া দিয়ে অবৈধ দখল করেছেন।

তবে অভিযোগের বিষয়ে হাবিল হাওলাদারের স্ত্রী সুরমা বেগম  জানান, আমরা পুর্বে আবাসন প্রকল্পে থাকতাম। এখন সরকারি জায়গায় ঘরবাড়ি বেঁধে আছি।

স্থানীয় পানিউন্নয়ন বোর্ডের শাখা প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার বলেন, অবৈধ  দখলের বিষয়ে উর্ধত্তন কর্তৃপক্ষকে জ্ঞাত করা হয়েছে।  তিনি আরোও বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা মতে সরকারি সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের  পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..