সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

প্রকল্পে নির্মাণ সামগ্রী সাপ্লাইএর কাজ না পেলে’ লাশ ফেলার হুমকি 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি প্রকল্পে ইট বালু সিমেন্ট ও পাথর বিক্রির জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। হুমকিদাতারা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানার অনুসারী বলে জানা গেছে।

তথ্য বলছে, সিটি করপোরেশন থেকে ২০২৪ সালে শাহ জব্বারিয়া কন্সট্রাকশন নাসিকের ১৮ নং ওয়ার্ডের শহীদ নগর এলাকায় ‘আলী আহম্মদ চুনকা প্লে­ গ্রাউন্ড’ প্রকল্পের কাজ পায়। কিন্তু জব্বারিয়া কন্সট্রাকশন থেকে ফাল্গুনী সন্ধানী লিমিটেড নামে আরেকটি ঠিকাদার প্রতিষ্ঠান সাব কন্ট্রাকে কাজটি নিয়ে নেয়। এরপর গত জানুয়ারী মাসে সাব কন্ট্রাক পাওয়া প্রতিষ্ঠান সেখানে কাজ করতে যাওয়ার পর থেকে তাদের প্রকৌশলী ও কর্মচারীদের বাধা ও হুমকি দেয়া হচ্ছে।

এরমধ্যে প্রকল্পে নির্মাণ সামগ্রী না দিতে পারলে সংশ্লিষ্টদের হাত-পা থাকবেনা, এমনকি লাশ পড়বে বলেও জানানো হয়। প্রকল্পে যতো শ্রমিক কাজ করবে তাও তাদের কাছ থেকেই নিতে হবে এমন গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, শহীদ নগর এলাকার পশ্চিমে একেবারে শেষ প্রান্তে স্টেডিয়াম নির্মাণের কাজ করছে শ্রমিকেরা। এখানে দৃষ্টিনন্দন খেলার মাঠ, পাশে একটি খালের উপর দিয়ে আরেকটি মাঠে যাওয়া ব্রিজ এবং ওয়াকওয়ে নির্মাণ করা হবে। ১৬ কোটি টাকার এই কাজ শেষ করার কথা রয়েছে দেড় বছরের মধ্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের এক শ্রমিক বলেন, সকালেও ২ঘন্টা কাজ বন্ধ করে রাখসে। তারা আইসা বলে তোদের ঠিকাদারকে বলবি অফিসে এসে দেখা করতে। আমাগো কাছ থেকে মাল না কিনলে লাশ পড়বো এইখানে। এই কথা এলাকাবাসী সবাই জানে।

এলাকাবাসী চায় ঝামেলা ছাড়া কাজ হউক। কিন্তু নেতারা তো সেটা চায়না। আমাদের প্রথম ঠিকাদারকে সব জানানো হইসে। কিন্তু আমাগো মালিক আর ইঞ্জিনিয়ারও ভয়ে এখানে আসতে চায়না।

শহীদ নগরের ১ নং গলির এক বাসিন্দা বলেন, শাকিল, নূর জামানসহ নামধারী কিছু কৃষকদলের নেতা এখানে ফিটিং খাইতে চায়।

সিটি করপোরেশন সরাসরি জব্বারিয়া কন্সট্রাকশন নামের যেই প্রতিষ্ঠানকে কাজ দিয়েছ সেই প্রতিষ্ঠানের মালিক মাসুদ মোল্লার কাছে এ বিষয়ে ফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভাই আসলে কি বলবো। আমি এ বিষয়ে আপনার সাথে ফোনে কথা বলতে চাইনা। নারায়ণগঞ্জ আসলে সরাসরি কথা বলবো।

যাদের বিরুদ্ধে অভিযোগ

শহীদ নগরের স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বলেন, পাঠান নগর এলাকার সন্ত্রাসী ন‚র জামান, শহীদ নগর এলাকার শাকিলসহ কৃষকদলের কথিত কয়েকজন নেতা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে প্রকাশ্যে এসে একাধিক বার হুমকি প্রদান করেছে। এদেরমধ্যে ন‚র জামাল এবং শাকিল দুজনই বর্তমানে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানার অনুসারী। তবে আওয়ামী লীগের আমলে এই দুজন ছিলেন শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দীন বিটুর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী। ৫ আগষ্টের পর তারা স্বেচ্ছাসেবক দল নেতা রানার সাথে যুক্ত হন, জানান এলাকার বেশ কয়েকজন বিএনপি নেতা।

তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত ন‚র জামাল এবং শাকিলকলে ফোন করা হলে কেউ ফোন রিসিভ করেনি।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ বলেন এ বিষয়ে বলেন, ঠিকাদার তো আমাদের এ বিষয়ে কিছু জানায়নি। যদি কেউ নির্মাণ সামগ্রী দিতে চায় ভালো কথা কিন্তু এই প্রকল্পে আমাদের যে ধরণের মাল লাগবে তো সবাই দিতে পারবেনা এবং আমরা দুই নাম্বার মাল নিবোনা। দেখি টিকাদার কি বলে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..