সংবাদ শিরোনাম :
 “২৫ আগস্টের মধ্যে নিজ খরচে সাদাপাথর ফেরত দিন, নইলে কঠোর আইনি ব্যবস্থা” — জেলা প্রশাসকের হুশিয়ারি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০ তারেক রহমানের শুদ্ধি অভিযানে আলোড়ন : সিদ্ধিরগঞ্জে পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক জুয়েল রানা ‎বগুড়ায় ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয় ‎ ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‎বগুড়া শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা শুরু হচ্ছে সীমানা নির্ধারণের শুনানি, নারায়ণগঞ্জ তিন আসনসহ পরিবর্তন আনা হয়েছে ৩৯টি ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ উদ্যোগে সমর্থন দিয়ে নিজ উদ্যোগে ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন মাসুদ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগ ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’-এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জেলার আলোচিত ক্রীড়া সংগঠক,মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।

ঈদ পরবর্তী সময়ে শহরকে পরিচ্ছন্ন রাখতে তিনি নিজের উদ্যোগে লাগানো সমস্ত ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণের কাজ শুরু করেছেন।

সোমবার (১৬ জুন) সকাল থেকে মাসুদুজ্জামান মাসুদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল জেলার বিভিন্ন স্থান থেকে এসব প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলার কাজ শুরু করে। ঈদ উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন এবং সম্প্রতি অনুষ্ঠিত বিশাল ঈদ পুনর্মিলনীকে সামনে রেখে এই ব্যানার-ফেস্টুনগুলো লাগানো হয়েছিল। কার্যক্রম শেষে দ্রুততম সময়ে এগুলো অপসারণের এই উদ্যোগকে শহরের সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

এর আগে, গত শনিবার (১৪ জুন) শহরের বরফকল সংলগ্ন বিআইডব্লিউটিএ’র মাঠে এক বিশাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন মাসুদুজ্জামান মাসুদ। ১৫ হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণে এই আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গসহ বিএনপির তৃণমূলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাজের সর্বস্তরের মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেয়। উল্লেখ্য, আয়োজনটি বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যথাযথ অনুমতি নিয়েই সম্পন্ন করা হয়েছিল।

এই পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে মডেল গ্রুপের জিএম (ডেভেলপমেন্ট) মনির সরদার বলেন, “নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ উদ্যোগের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এমডি জনাব মাসুদুজ্জামান মাসুদের নির্দেশে আমরা ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ শুরু করেছি। শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নাগরিক দায়িত্ব। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই মহতী উদ্যোগের প্রতি আমাদের সমর্থন সর্বদা অব্যাহত থাকবে।”

রাজনৈতিক সংস্কৃতির গতানুগতিক ধারার বাইরে এসে নিজের প্রচারণার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার এই পদক্ষেপকে অনেকেই একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন। মাসুদুজ্জামান মাসুদের এই উদ্যোগ ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির সফল বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..