মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

জুলাই আন্দোলনের বার্তা: শুধু প্রতিবাদ নয়, অধিকার ছিনিয়ে নেবে নতুন প্রজন্ম”

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

এই জুলাই, রক্ত চায়।

আবার জেগে ওঠার ডাক দেয় শহিদেরা,
যারা বুকে গুলি খেয়েও পিঠ দেখায়নি,
যারা জানতো জয় না হোক প্রতিবাদই অস্তিত্ব।
এই রাষ্ট্র এখনো আগের মতোই পচা,
ঘোলাটে রাজনীতি, দুর্বৃত্তের দখলে প্রশাসন,
আদালত নত, আইন বিক্রিত,
আর জনগণ?
তাদের গলা চেপে ধরার সব আয়োজন চলছেই।
জুলাই মানে ঘুমন্ত মানুষের বুকের উপর ধাক্কা!
জুলাই মানে শোষকের চেয়ারে লাত্থি !
জুলাই মানে হ্যাঁ, আমরা আসছি!
আমরা সেই প্রজন্ম,
যারা শুধুই প্রতিবাদ জানায় না
প্রয়োজনে ছিনিয়ে নেয় অধিকার।
আসুন, জুলাইয়ের আগুনে আবার জ্বালিয়ে দিই পতনের সুর!

মোঃ জাহিদুল হক বাঁধন
মূখ্য সংগঠক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..