সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০১:২০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে ভুয়া কবিরাজ দ্বারা প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ১ নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎতের সাবেক কর্মকর্তা আনোয়ার হোসেনের বাড়িতে তার নিজ মেয়ে রুমা বেগম জিন-ভূতের মাধ্যমে চিকিৎসা দেওয়া কথা বলে কথিত মহিলা কবিরাজ নাম ভাঙ্গিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

তবে অনুসন্ধানে গিয়ে জানা যায় কথিত কবিরাজ রুমা বেগম জিন–ভূতের মাধ্যমে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। জিনের মাধ্যমে ভাঙা প্রেম, ভাঙা সংসার জোড়া লাগানো, মনের মানুষ খুঁজে দেওয়া, নিঃসন্তান নারীদের সন্তান দেওয়াসহ সর্বরোগের ওষুধ দিতেন। বিনিময়ে টাকা পয়সা,সহ খিচুড়ির ডেগের কথা বলে টাকা নিতেন।
তার উপর নাকি জ্বীন ভর করে, জ্বীন তার কবজায় আছে, পীর আউলিয়ার দের ছায়া তার উপরে সে এগুলোর মাধ্যমে যে কোনো কাজ করতে পারে,, সে অনলাইন এর মাধ্যমে বিদেশে মানুষ দের কে ফু দিয়ে তার কেরামতি দেখায়। এলাকার সহজ–সরল মানুষ তাঁর কথায় বিশ্বাস করে প্রতারিত হচ্ছিলেন।

গত ১৮ ই নভেম্বর বিকেলে রবিন নাম সাজিয়ে আমাদের সাংবাদিক সহকর্মী ওই কথিত ভুয়া কবিরাজ এর কাছে পাঠালে তাকে ভুয়া কবিরাজ বলেন, আপনার বউ আপনাকে চারটি বান মেরেছে এ কথা বলে, কিন্তু ওই ভুয়া কবিরাজ জানেন না যে রবিন নামে ব্যক্তিটি অবিবাহিত।এরপর ওই রুমা বেগম বলেন তোমার আগে বান কাটাতে হবে।প্রথমে চারটি বান কাটাতে তোমার ২১০০ টাকা হাদিয়া লাগবে।তারপর তোমার বউকে আজীবন তোমার পায়ের নিচে গোলামী করার সুযোগ করে দেব।

এ বিষয়ে ভুয়া মহিলা কবিরাজ রুমার সঙ্গে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি বলেন, আমি কোন কবিরাজি করি না,এমনিতেই মাঝেমধ্যে মা-বাবার দোয়ায় পীর আউলিয়ার দোয়া ছাড়ানো হয়।কিন্তু সবার কাজ আমি করিনা। আর এসব আপনাদের দিয়ে মিথ্যা বানোয়াট সাজানো হচ্ছে বলে দাবি করেন।

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি,

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..