দেশের আলোচিত মিডিয়া প্রতিষ্ঠান ‘সময় মিডিয়া লিমিটেড’-এর উদ্যোক্তা ও শেয়ারহোল্ডার আহমেদ জোবায়েরকে পরিচালক পদ ফিরেয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া ২০২৪ সালের ১ আগস্ট থেকে এ পর্যন্ত বকেয়া সম্মানিও দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের কোম্পানি বেঞ্চ এ রায় দেন।
এই মামলায় আহমেদ জোবায়েরের আইনজীবী প্যানেলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল ছাড়াও আরও ছিলেন ব্যারিস্টার আহমেদ নাকিব করিম, ব্যারিস্টার সাকিব মাহবুব, ব্যারিস্টার রাফিউল মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট ফয়সাল আল মাহমুদ।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত বছরের ২৪ ডিসেম্বর সময় মিডিয়া লিমিটেড একটি অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) করে আহমেদ জোবায়েরকে পরিচালক পদ থেকে অপসারণ করে। নিয়ম অনুযায়ী ইজিএম করার বিষয়টি আহমেদ জোবায়েরসহ সব পরিচালককে তিন সপ্তাহ আগে জানাতে হবে। কিন্তু সময় কর্তৃপক্ষ সেটি না করে জালিয়াতির আশ্রয় নিয়েছে।
তারা আদালতকে জানিয়েছে ইজিএম—এর বিষয়টি আহমেদ জোবায়েরকে চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু তিনি ইজিএম—এ হাজির হননি। ফলে তার অনুপস্থিতিতে অন্য পরিচালক ও শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত মতে আহমেদ জোবায়েরকে পরিচালক পদ থেকে অপসারণ করা হয়। কিন্তু প্রকৃত তথ্য হলো ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ইজিএম করলেও আহমেদ জোবায়েরের নামে চিঠি পাঠিয়েছে ১২ ফেব্রুয়ারি ২০২৫ সালে। চিঠির প্রাপকের ঠিকানায় আহমেদ জোবায়েরের নাম ঠিকানা লিখলেও চিঠিটি তারা পাঠিয়েছে অডিট ভবনের পোস্ট অফিস থেকে গুলশান পোস্ট অফিসে। গুলশান পোস্ট অফিস মূলত সিটি গ্রুপের প্রধান কার্যালয় এলাকায়। আহমেদ জোবায়েরের ঠিকানা সেটি নয়।
এই জালিয়াতির বিষয়টি তথ্য প্রমাণসহ আদালতের নজরে আনলে গত ১৪মে আদালত ২৪ ডিসেম্বর ২০২৪ সালের ইজিএম—এর সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন।
এছাড়া একই দিনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা বা এজিএম—এর সিদ্ধান্তের ওপরও স্থগিতাদেশ দেন আদালত। ফলে, কোম্পানির আটিকেল অব অ্যাসোসিয়েশন বদল করার সিদ্ধান্ত স্থগিত থাকবে এবং আহমেদ জোবায়ের পরিচালক পদে বহাল থাকবেন বলে আদেশ দেন।
এছাড়া সময় টিভির এমডি এবং সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। আজকে রায় ঘোষণা করা হয়। রায়ে দেশের আলোচিত মিডিয়া প্রতিষ্ঠান ‘সময় মিডিয়া লিমিটেড’-এর উদ্যোক্তা ও শেয়ারহোল্ডার আহমেদ জোবায়েরকে পরিচালক পদ ফিরেয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া ২০২৪ সালের ১ আগস্ট থেকে এ পর্যন্ত বকেয়া সম্মানিও দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আপনার মন্তব্য প্রদান করুন...