ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন সাংবাদিক তরিকুল শিবলী। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানকে রেখে গেছেন। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট মেয়ে আজমীনের বয়স মাত্র দেড় বছর।
তরিকুল শিবলীর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের পাশে দাঁড়িয়েছেন ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ও অন্যান্যরা। পরিবারের সাথে সাক্ষাতের সময় ফরহাদ জানান, সাংবাদিক শিবলীর দুই ছোট্ট সন্তানের দায়িত্ব নিতে তারা সাধ্যমতো পাশে থাকবেন।
চার বছরের ছোট্ট আয়াতের মুখে নির্দোষ কিন্তু হৃদয়বিদারক কিছু কথা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। সে ফরহাদকে বলে—
“আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।”
অবুঝ শিশুর এমন ভারী কথা সেখানে উপস্থিত সবার চোখে জল এনে দেয়।
পরিবারকে প্রাথমিক সহায়তা হিসেবে ছোট্ট দুই সন্তানের খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা প্রদান করা হয়েছে। ফরহাদ জানান, ইনশাআল্লাহ, ভবিষ্যতেও সকল প্রয়োজনে পরিবারটির পাশে থাকবেন তারা।
সাংবাদিক শিবলীর অকাল মৃত্যুতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন এবং তার দুই ছোট্ট সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...