নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামে।
নিহত ব্যক্তির নাম ওমর ফারুক খোকা (৩০)। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই আক্তার হোসেন (৪০) পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, সকালে ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই আক্তার হোসেন ছুরি নিয়ে ছোট ভাই খোকাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য প্রদান করুন...