সংবাদ শিরোনাম :
একসাথে বাঁচব, একসাথে মরব, আপনাদের ছেড়ে কোথাও যাব না : মামুন মাহমুদ বন্দরে সাংবাদিক হত্যার হুমকি : ডিসি ও এসপিকে স্মারকলিপি প্রদান বগুড়ায় গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা, যা বললেন সারজিস আলম যারা তথ্য নিয়ে কাজ করেন, তাদের দক্ষ হতে হবে:ডিসি রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ আবু জাফর আহমেদ বাবুল: নারায়ণগঞ্জ-৫-এ মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত ১৭ নম্বর ওয়ার্ডে তারেক রহমানের ৩১ দফা প্রচারে আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে লিফলেট বিতরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য জুবায়েদের মরদেহ উদ্ধার  পাঁচ দাবিতে জামায়াতে ইসলামী ও সমমনা সাতটি দলের নতুন কর্মসূচি উন্নত জীবন ও ভালো থাকার আশায় ১০ বছর বয়সী সন্তান নিয়ে সাঁতরে সমুদ্র পাড়ি দিলেন মা
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

যারা তথ্য নিয়ে কাজ করেন, তাদের দক্ষ হতে হবে:ডিসি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান ও ডাটা” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আলোচনা সভায় পরিসংখ্যান সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন উপপরিচালক (ভারপ্রাপ্ত), পরিসংখ্যান ব্যুরো, সাঈদ আহমেদ। তিনি বলেন, পরিসংখ্যান ব্যুরো বিনিয়োগ, মূল্যস্ফীতি, বেকারত্ব, শ্রমবাজার, দারিদ্র্য দূরীকরণ, জন্ম-মৃত্যুর সংখ্যা নিরুপণ, ফসল উৎপাদন ও সংগ্রহ, জনমত জরিপ, জনগণের জীবনযাত্রার মান জরিপ, জনশুমারি, কৃষি শুমারি ও অর্থ শুমারি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে। দেশের উন্নয়নের প্রত্যেকটি ধাপের জন্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত অপরিহার্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রফিকুল ইসলাম ও মিজানুল করিম, পরিসংখ্যান কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং স্কাউটস এর সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের অগ্রগতির জন্য আমাদের ইনফরমেশন অবশ্যই মানসম্মত হতে হবে। যারা তথ্য নিয়ে কাজ করেন, তাদের দক্ষ হতে হবে। তবেই দেশের জন্য সুফল বয়ে আনা সম্ভব হবে।

তিনি নারায়ণগঞ্জ জেলা পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আমি আশা করি নারায়ণগঞ্জ জেলা পরিসংখ্যান ব্যুরো বিনিয়োগ, মূল্যস্ফীতি, বেকারত্ব, শ্রমবাজার, দারিদ্র্য দূরীকরণ, জন্ম-মৃত্যুর সংখ্যা নিরুপণ, ফসল উৎপাদন ও সংগ্রহ, জনমত জরিপ, জনগণের জীবনযাত্রার মান জরিপ, জনশুমারি, কৃষি শুমারি ও অর্থ শুমারি ইত্যাদি বিষয়গুলো সঠিক ও মানসম্মতভাবে পরিসংখ্যান করে রাষ্ট্রের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবেন।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..