সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

অপারেশন ডেভিল হান্ট অভিযানে জগন্নাথপুরের আ,লীগ নেতা “তেরা মিয়া” সহ ৭ জন গ্রেপ্তার 

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ১০৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট অভিযানে জগন্নাথপুরের তেরা মিয়া(৪০), তাহিরপুরের আকরামিন(২১), শান্তিগঞ্জের শাহীন(৩৩), সুনামগঞ্জ সদরের আজাদ(৪০), রমজান (৬০), মধ্যনগরের খোকন (৪০), ছাতকের  আলম (২৮) ও সুনামগঞ্জ সদরের রমজান (৪৪) নামক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর সাত নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, দেশের অন্যান্য অঞ্চলের মতো সুনামগঞ্জের জেলা পুলিশ এর উদ্যোগ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা পুলিশ পৃথকভাবে ১০ ই ফেব্রুয়ারী দিবাগত রাতে  অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পৌর এলাকার কেশবপুর গ্রাম নিবাসী কামরুল হাসান তেরা মিয়া (৪০),তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি আকরামিন হোসেন (২১), শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলার বগলাকাড়া গ্রামের বাসিন্দা শাহান উদ্দিন (৩৩), সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক  আহ্বায়ক উপজেলার ঘাসিগাঁও গ্রাম নিবাসী

আবুল কালাম আজাদ (৪০), একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি একই উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা রমজান আলী (৬০), মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কমিটির শ্রমিক লীগের সভাপতি একই উপজেলার রৌহা গ্রাম নিবাসী খোকন মিয়া (৪০) ও ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নোয়াগাঁও গ্রাম নিবাসী জানে আলম (২৮) কে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১১ ই ফেব্রুয়ারী সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।

এই বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, গ্রেপ্তারকৃতদে আদালতে প্রেরণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,  জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..